বাংলাদেশের যশোর জেলার বেনাপোল সীমান্ত হয়ে কলকাতা যেতে হয়। পেট্রাপোল ( ইন্ডিয়ান বর্ডার) থেকে বাসে করে মারকুইন স্ট্রিটে বেশ কয়েকটি হোটেল রয়েছে।
উল্লেখযোগ্য হোটেলের নাম :
১. (১৩ মারকুইন স্ট্রিট, হোটেল সম্রাট)
২. (মারকুইন স্ট্রিট, হোটেল ২১)
বেনাপোল থেকে কলকাতায় ঢোকার মুখে মুকুন্দপুর, সন্তোষপুর, অজয়নগর এলাকা পড়ে। এসব এলাকায় কয়েকটি খাবার রেষ্টুরেন্ট আছে- হোটেল আজাদ হিন্দ, হোটেল আলিয়া, কস্তূরী হোটেল কিংবা প্রিন্স হোটেল। এসব হোটেলে সাধারণ বাঙালীরা বেশি খায়।
মারকুইন স্ট্রিটে থেকে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে- ১০ মিনিটের হাটার দূরুত্বে নিউ মার্কেট, ইন্ডিয়ান মিউজিয়াম- হাটা পথের দূরত্ব। ভিক্টোরিয়া মেমোরিয়াল- ২ কিমি। ইন্ডিয়ার ইতিহাস এখানে সচিত্র সংরক্ষণ করা আছে। বিড়লা প্লানেটোরিয়াম- ২ কিমি। সায়েন্স সিটি- ৭ কিমি। নিক্কো পার্ক- ১২ কিমি। বিড়লা মন্দির-৪ কিমি। ইডেন গার্ডেন- ২ কিমি রেসকোর্স (ওরা বলে, ময়দান)- ২ কিমি কফি হাউজ- কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে। এছাড়াও এলাকায় হাওড়া ব্রিজ, শিয়ালদহ এবং মহাকরণ।
নোট : তুই যে হোটেলের নাম দিয়েছিলে, ওই হোটেলটি ত্রি স্টার মানের। এই ধরণের হোটেলে তথ্য খুব সহজেই যাচাই করা সম্ভব। তাই ঐ হোটেলের নাম দেয়া ঠিক হবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



