ফিরে এলো সেই পুরোনো হিসাব তৃতীয় শক্তি l ইউনুস ছিল তৃতীয় শক্তির মধ্য মনি আজ বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যমনি l অর্থাৎ এই আন্দোলনে দেশ বিদেশের পক্ষ জড়িত l
ইউনুস অন্তরবর্তীকালীন সরকার প্রধান l তিন মাস পর নির্বাচন ইউনুস রাষ্ট্রপতি ফরমেট চেঞ্জ রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী l খুব সম্ভবত প্ল্যানটা এরকম l সমস্যা নাই হতেই পারে l ভালো মন্দ ক্ষমতায় বসার আগে বোঝা যাবে না l কিন্তু সমস্যা থেকে যায় অন্য জায়গায়
মাইনাস টু ফর্মুলা!! মাইনাস ওয়ান হয়ে গেছে এখন টু কি হবে?? অর্থাৎ বিনপি কি করবে?তারেক জিয়া খালেদা জিয়া কি ইউনুসের নেতৃত্ব মেনে নিবে?? বা ইউনুস কি বিনপি নেতৃত্ব মেনে নিবে?? যদি মেনে নেয় তাহলে সব ঠিক ভালো না মানলে কালো!! তারেক জিয়া কে কি দেশে আসতে দেয়া হবে?
এডিট করলাম এই পয়েন্ট টা দিতে ভুলে গিয়েছিলাম, ১/১১ এর সময় নোবেল পেয়ে এয়ারপোর্টে নেমেই ইউনুস নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছিলেন l এখন উনি সেই নতুন রাজনৈতিক দল হয়ত আবার করতে পারেন l তখম রাজনীতির হিসাব হয়ত আরও নতুন মোড় নেবে l
এখন আসি মাঠের রাজনীতির কথায় l শাহবাগের মোড়ে শ্লোগান দিয়ে ছাত্র রাজনীতি হবে সেখান থেকে গণ বিস্ফোরণ হবে কিন্তু মাঠের রাজনীতি কারা করবে? জনতা সারাক্ষণ মাঠে থাকবে না থাকবে রাজনৈতিক কর্মীরা l আন্দোলন হয়েছে সরকার পরেছে এখন আর জনতা মাঠে থাকবে না ঘরে গিয়ে গরম ভাত খেয়ে ঘুমাবে l ঘুম থেকে উঠে নিচে চুলকাবে আর টিভিতে সার্কাস দেখবে l এসব বলার অর্থ যত সহজে আন্দোলন সফল করা যায় দেশ চালানো তত সহজ না l দেশ সেই চালাতে পারে মাঠে যার কর্মী থাকে l গত ২৪ ঘন্টায় সারা বাংলাদেশে বিনপির নেতা কর্মীরা শতভাগ মাঠ দখলে নিয়ে ফেলেছে l এখন শাহবাগের মোড়ে বসে যতই সাথে থাকুন! আমাদের কথা মানতে হবে শুনতে হবে বলে লাভ নাই l মাঠ দখলে অন্য দলের হাতে l
তৃতীয় শক্তির উথ্যান হলো সত্য যদি এইসকল দ্বন্দ্ব মেটানো না যায় ক্ষমতার লড়াই যদি চলে তাহলে দেশের পরিস্থিতি কিন্তু জগার পাতেই চলে যাবে l সুতরাং খুব হিসাব করে করে অঙ্ক করতে হবে l যত সহজ মনে হচ্ছে অঙ্ক এত সহজ না l

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


