কিন্তু বিপ্লবী জাতির কাছে প্রশ্ন (এই দাবাং সরকারের কাছে কোন প্রশ্ন নাই কারন যথা সময়ে এদেরও উত্তর দিতে হবে ) শেখ হাসিনা ভুল করেছে তাকে বিতাড়িত করে গণভবন লুট করেছেন বেশ ভালো বিপ্লবী চেতনার মহান প্রকাশ জাতি দেখলো!! বিপ্লবীরা মুরগি চুরি থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত চুরি করে নিয়ে গেল বিল্পবী চেতনায় বিজয়ীর বেশে l তাও বুঝলাম বিপ্লব বলে কথা!! কিন্তু ৩২ নম্বরের নির্দোষ কালের সাক্ষী এই বাড়িটির কি দোষ ছিল?? বঙ্গবন্ধুর প্রতিকৃতির কি দোষ ছিল?? জাতির কাছে প্রশ্ন রইলো l
ইউনুস সাহেব বা তার অন্তরবর্তী সরকারের কেউ একবার কি বলেছে এই বাড়ি পোড়ানো ঠিক হয়নি l এটির তদন্ত হবে অথবা একবার দুঃখ প্রকাশ করেছে?? আহত হৃদয় নিয়ে দেখলাম বিপ্লবীদের আচরণ এরা পরিবর্তন আনবে?? কি পার্থক্য রইলো স্বাধীনতা বিরোধী বা যথারীতি রাজনৈতিক দল আর এদের মাঝে?? কি গুণগত পার্থক্য আছে এদের???
উপদেষ্টাদের প্রশ্ন করা হয় এই সরকার কত দিন থাকবে এরা উত্তর দেয় এগুলো নিয়ে আলোচনা হয়নি l কেউ বলে তিন বছর কেউ বলে যতদিন দেশ সংস্কার না হয়!! অর্থাৎ অনন্তকাল থাকতে পারে l কি ভাবো কি মনে হয় কয়দিন থাকবে এরা?? ভাবে তো মনে হচ্ছে প্রশাসনের উপর থেকে নিচে প্রতি স্তরে নিজেদের লোক বসে আছে সেনাবাহিনী পুলিশ মিডিয়া সব নিজেদের l সত্য হচ্ছে স্রেফ আগুনের মাঝে বসে আছো স্রেফ আগুন!! অনেকে হাসবে মজা করবে এক মাস দিলাম দেখো রাজনীতি কোনদিকে যায়!!
আজকে উপদেষ্টা শাখাওয়াত বললেন, নিয়ম না মানলে কোন দলকে রাজনীতি করতে দেয়া হবে না l জোক অব দা রিভলিউশান !! আরে মিয়া তোমার পায়ের নিচে মাটি আছে?? কই দাঁড়ায় কথা বলেন এর কি কোন ধারণা আছে?? রাস্তার ট্রাফিক কন্ট্রোল করা দেখিয়ে মিডিয়া মার্কেটিং করে সস্তা বাহবা আসে কিন্তু রাজনীতি হয় না l বড় রাজনৈতিক দলগুলোর সবচেয়ে ছোট শাখাও যদি ভালো মত ভেচকি দেয় তা সামলাইতেও এই সরকার হিমশিম খাবে এদের সেই বিষয়ে কোন ধারণা আছে বলে মনে হয় না l সাত সমুদ্র তেরো নদীর পার থেকে আশীর্বাদের হাত আসতে আসতে এদিকে ভাবলীলা সাঙ্গ হয়ে যাবে l
শেখ হাসিনা যে ১৭ বছর পশ্চিমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাইসে তার অঙ্ক এত সহজ হবে না l বাইশ বছর রাজপথে থাকা দল, গ্রেনেড খাওয়া দল আওয়ামীলীগ l পনের বছর রাজপথে থাকা দল বিনপি l উপদেষ্টাদের ভাব দেখে মনে হয় বাচ্চাদের খেলনা!! করো রাজনীতি চালাও সরকার l
বলা হচ্ছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতামূল মন্ত্র কোটা, মহান দাবী মুক্তিযুদ্ধ, নৃ গোষ্ঠী, প্রতিবন্ধী কোটা ৫% বাকি সব আমাদের!! মহান কোটা আন্দোলন l সেই সাথে রাজপথে শ্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার!! নির্দিষ্ট কোন দলের কথা বলছি না দেশের সবচেয়ে ছোট সিপিবি বা বাম ছোট রাজনৈতিক দলগুলো এক নিমিষে রাজনীতির প্রেক্ষাপট বর্তমান অবস্থায় ঘুরিয়ে দেয়ার মত যোগ্যতা রাখে l অন্তরবর্তী সরকার কি প্রস্তুত সেই ধাক্কা প্রেক্ষাপট সামলানোর জন্যে!!
আবার বলছি স্রেফ আগুনের মধ্যে বসে আছো ৩২নম্বরের জ্বলন্ত বাড়ির ভেতর বসে আছো চুল পরিমাম ভুল হলেই ভস্ম হয়ে যেতে হবে l
এডিটেড - দায় নেবো না বললেই হবে না!! আওয়ামীলীগের একটি ক্ষুদ্র ইউনিটের ছিচকে চাঁদাবাজের দায়ও শেখ হাসিনাকেই নিতে হয় সে জন্যই আজ তিনি দেশান্তরী তার দলকে টেনে হিচড়ে নামানো হয়েছে বাস্তবতা রাজপথ কাউকে ক্ষমা করে না রাজপথ ক্ষমা জানে না l তেমনি প্রতিটি হত্যা এই আন্দোলনের প্রতিটি ভুলের জন্যে আন্দোলনকারীরাও দায়ী আমি আবার বলছি প্রতি ভুলের জন্যে দায়ী ঠিক সমানভাবে আওয়ামীলীগ দায়ী শেখ হাসিনা দায়ী l আওয়ামীলীগ এবং শেখ হাসিনা তার মূল্য দিয়েছেন এবার তোমাদের পালা l
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ রাত ২:১৭