কাছাকাছি এলাম বলে্ই তো তোমাকে ভালোবাসলাম;
সেই েযদিন তোমাকে বললাম,তোমাকে ভালোবাসি
মনে নেই ?
ঐ যে তুমি বলেছিলে,"ামার জন্য কি করতে পারবে তুমি?"
ামি বললাম,"ামি সাধারণ ছেলে,
কিই বা আর করবো?
যদি বলো অনেক ভালোবাসতে হবে,তবে তাই করবো,
যদি না বলো তবে অনেক দুঃখ পাবো,
তবে ভেবে নিও না যে ঘৃণা করবো,
ভালোবাসবো তবুও তোমা্য় আমি
যতোদিন পারি।
এ ভালোবাসা কিছুই চায় না নিতে,
দিতে চায় অনেক কিছু
একবার শুধু বল,
ভালোবাসি । । । । । । । । । । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





