ক্লাসে শিক্ষক তার ছাত্রদেরকে ইংরেজি পড়াচ্ছেন, হঠাৎ এক ছাত্র জিজ্ঞেস করল__
ছাত্র : আচ্ছা স্যার, "নাটুরে" মানে কি?
শিক্ষক : (অনেক্ষন ভাবার পর তিনি বললেন) আমি তোর প্রশ্নের উত্তরটা কালকে দেব। আজ তোদের ছুটি।
(এটা বলে শিক্ষক ক্লাস থেকে চলে গেলেন)
(সারা রাত তিনি ভাবলেন, কিন্তু "নাটুরে" এর মানে খুঁজে পেলেন না)
পরের দিন ক্লাসে__
ছাত্র : স্যার "নাটুরে"র মানে টা কি খুঁজে পেলেন?
শিক্ষক : আচ্ছা, তোর "নাটুরে"র বানানটা কি হবে বলতো?
ছাত্র : স্যার "NATURE"
শিক্ষক : (রেগে টেগে আগুন) ওরে গাধা, ওটা নাটুরে না, ওটা হবে "ন্যাচার" মানে প্রকিতি। বের হয়ে যা আমার ক্লাস থেকে, আজই তোকে TC দিয়ে দেব।
(ছাত্র তো ভীষন ভয় পেয়ে গেল)
ছাত্র : স্যার প্লীজ প্লীজ এমন করবেন না, তাহলে আমার "ফুটুরে" নষ্ট হয়ে যাবে।
(ফুটুরে মানে "FUTURE")
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




