ডিভি টা পেয়েছিলাম 22 মার্চ'06 , ভিসা পেলাম 27 ফেব্রুয়ারি '07 , সংশোধনী গতকাল ।
এর মধ্যে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে . . .
মনে পড়ে.., সেদিন একটা ব্যক্তিগত কারণে আমার মনটা খুব খারাপ ছিল । রুয়েটের সেন্টরাল মসজিদে জোহরের নামায পড়ে রুমে ফিরেছি । হঠাৎ ছোটোআপামনির ফোন, "তোর বিদেশ থেকে চিঠি এসেছে, তুই ডিভি পেয়েছিস " । যাহোক বিদেশের কথা শুনে মনটা চাঙা হয়ে উঠল, কিন্তু আমার কাছে চিঠি এসেছে এটা বিশ্বাস করতে পারছিলাম না । বললাম, "কে ডিভি পেয়েছে, তুই না দুলাভাই ? " এরপর মা, আব্বা , ভাইজান সবার সাথেই কথা হল ।
সাথে সাথে খবরটা বন্ধু- বান্ধবীসহ, সিনিয়র ভাই ও জুনিয়রদেরকেও দিলাম । আনন্দে মনে ছিল না - যদি ভিসা না হয় ?
কাসে পার্টি দিলাম আর বন্ধুরা আমার জন্য তাদের ভাবী নির্বাচন করল । আমি যার নাম দেইনি সেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল, আর আমিও ওর কাছে বিষ হয়ে গেলাম । পরে আমাদের ম ধ্যে আর কথা হয়নি । এরমধ্যে আমি ঢাকায়, আর সে রাজশাহীতে বেসরকারী ুইউনিভাাসিটির িটচার । ব্লগের ছবিটা ওর তোলা ।
কোন উকিলের সাহায্য ছাড়াই নিজে নিজে প্রাক্তন ডিভিওয়ালাদের পরামর্শে 1ম লেটার পূরণ করে জিপিও করে পাঠালাম দুই সপ্তাহের মধ্যে ।
আস্তে আস্তে 8ম সেমিস্টরের পরীক্ষা শেষ, রেজালট হল । কিন্তু 2য় লেটার আর আসে না । যার সাথেই দেখা হয় বা কথা হয় - সবার একই প্রশ্ন, যাচ্ছ কবে ? বাসা থেকেও বলতে লাগল আমার প্রসেসের মধ্যে ভুল ছিল , উকিল ধরলে আর কত টাকা যায় ? জিপিও না করে ফেডেক্স বা ডিএইচএল এর মাধ্যমে 1ম লেটার পাঠানো উচিত ছিল, তাহলে দ্্রুত 2য় লেটার আসত - নিজের ক্যারিয়ার নিয়ে একটুও সিনসিয়ার না ... ইত্যাদি ইত্যাদি ।
একদিন সকালবেলা শুনলাম ভাইজানের মোবাইলটা বাসা থেকে চুরি হয়ে গেছে ।
আবার দুপুর বেলা খবর পেলাম 2য় লেটার এসেছে- 22 নভে. আর ইন্টারভিউ -ডেট হল 26 নভে .'06 ।
আপনারা জানেন, শেখ হাসিনা কি খেলাটাই না দেশকে দেখিয়েছে তখন । অর্থাৎ , কাগজপত্র জোগার করার জন্য আমি ঢাকা থেকে রংপুর বা রাজশাহী যাব তার কোনো সুযোগ ছিল না । আমার বরভাই আর দুই দুলাভাই যথেষ্ঠ পরিশ্রম করে পুলিশ কিয়ারেন্স, বার্থ সার্টিফিকেট নিয়ে 25 নভে. ঢাকায় আসে । এর পরও কিছু অপূর্নতা ছিল । যা হোক তা নিয়েই ভাইভা দিলাম ।
বাকি অংশ আরেকদিন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


