
তারেক জিয়া যা বলবে সেইটাকে বেদবাক্য মেনে আপনাদের অন্ধ সাপোর্ট করা মেনে নিতে পারছি না।
আমি নিশ্চিত তারেক জিয়া যদি বলত এইমুহুর্তে গনভোট দেশের জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ আপনারা সবাই সেই কথা সাপোর্ট করতেন- ইনিয়ে বিনিয়ে তার সপক্ষে যুক্তি তুলে ধরতেন।
মানুষ শুধু মোটা ভাত মোটা কাপড় আর মাথা গোঁজার ঠাই চাইলে হাসিনা্র আমল খারাপ কি ছিল? এলিটের খোলস থেকে বেরিয়ে আসুন। তথাকতিথ সাধারন মানুষ এখন অনেক বোঝে।
আপনারা আদ্যির পাঞ্জাবী পড়ে জমকালো গাড়িতে চড়ে - একগাদা হনুমানের 'হুপ্ হাপ্' হুঙ্কারের সাথে মঞ্চে আসীন হয়ে কোর্মা পোলাওয়ের ঢেকুর তুলতে তুলতে, লাখ টাকার সেলফোনে ' সোশ্যাল মিডিয়া'তে নিজের গুনগানের আখ্যান দেখতে 'জনগন মোটা ভাত আর কাপড়ের জন্য হাহাকার করতেছে' এই চিন্তায় হাউমাউ করে কাদবেন আর চিরায়ত প্রথায় সেই আর্য আর ইতরের ভাগ করবেন, সেই দিন শেষ হয়ে আসছে। ভবিষ্যত প্রজন্ম যে কোন দাবানল নিয়ে আসছে সেটা কল্পনাতেও নাই আপনাদের।

ভারত থেকে ঋত্বিক ঘটক, সুনীল, জ্যোতি বসু এই দেশে তাদের বাপ দাদার জমিদারির ভিটা দেখতে এসে তাদের সেই সুখের দিনগুলোর কথা তুলে আবেগার্ত হয়ে যায় আর আমরা অতি আবেগে কেঁদে বুক ভাসাই। কেউ বলে না তাদের জমিদার বাপ ঠাকুর্দা-রা কি পরিমান অত্যাচার করেছে। আপনারা যে ভাবে যে যুক্তিতেই বলেন না কেন তারেক দুধে ধোয়া তুলসী পাতা নয়, তার ও তার দলের অতীতের অপকর্মের দায়ভার নিয়ে তবে এইসব 'আম জনতা'র চিন্তায় ঘুম নাই এই জাতীয় ডায়লগ ঝাড়তে হবে।
তারেক যা বলে বিএনপির মিডিয়া সেলের চাটুকারেরা আহা কি ডায়লগ বলে 'চিক্কুর' দেয়।
সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’
মোসাহেব বলে ‘চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?’
সাহেব কহেন, ‘কী চমৎকার,
বলতেই দাও, আহা হা!’
মোসাহেব বলে, ‘হুজুরের কথা
শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা!’
...
সাহেব কহেন, ‘কী বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে!’
মোসাহেব বলে, ‘হুজুরের মাথা! গুলাতেই হবে!
দিব কি হস্ত বুলায়ে!’
ফক্কু চাচ'য় কয় আওয়ামীলীগের সব মামলা আমরা তুলে নিব। আমরা থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিয়ে পারবে না। ( কি আমার নাপিত রে পনের বছর কোন রকম জান বাচানো ফরজ বইলা নিজেরাই দৌড়ের উপ্রে থাকলেন এখন 'রবিনহূড' সাজছেন)
( কেউ রেফারেন্স চাইলে এই ভিডিওর ৭ মিনিট থেকে দেখুন।)
সোশ্যাল মিডিয়ায় পুলাপাইন যখন মাইঙ্ক্যা চিপায় ফেলাইলো তখন কয়, আমি বলেছি শুধু যাদের বিরুদ্ধে হয়রানীর মামলা আছে তাদের কথা , পরে আবার ভোল পাল্টাইলো; আমিতো আমার এলাকা মানে ঠাকুরগায়ের আওয়ামীলীগের নেতাকর্মীদের কথা শুধু বলেছি।
জনগন সেই গাণ্ডু নাইরে মামা! ডিজিটাল দুনিয়ায় এখন ডিলিট আর এডিট বলে কিছু নাই- এইগুলা শুধু সান্তনা! অতএব সাধু সাবধান!!

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




