আমার বান্ধবী,১টা স্কুলের টিচার।কাল তার সেল ফোনে ১টা কল এল,ফোন রিসিব করার সাথে সাথে ১জন বলল,ম্যাডাম পেয়েছেন???ও বলল কি??

ও পাশ থেকে বলল,টাকা ,আমি আপনার নম্বর এ টাকা পাঠিয়েছি ???ওতো অবাক???

না।

(ও তখন অন্য নম্বর ব্যবহার করছে)কল ডাইবার্ট করে রেখেছিল।তাই বুঝতে পারেনি।ও জিগ্গেস করল,কেন দিলেন??ওই মহিলা(ভদ্র) বলল,না মানে আপনার খরচের জন্য আর কি

।

ও বুঝল ব্যাপার টা কি

মহিলা তাকে ঘুস দিতে চেয়েছে,কারন ওনার বাচ্চা ওর ছাত্রী।ও রেগে মেগে বলল,আর কখ্নো এমন করবেন্না।। ওই বাচ্চাকে বেশি খেয়াল দেয়ার জন্য উনি ওকে ঘুস দিতে চেয়েছে,আবার সেটা ডিজিটাল উপায়ে।হা হা হা
এই যদি হয় মা বাবাদের অবস্থা তাহলে বাচ্চা কি শিখবে???
ঘটনাটাতে আমি হেসেছে আবার কষ্ট ও পেয়েছি??তাই শেয়ার করলাম।জানিনা আপনাডের কেমন লাগলো???
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:০১