একটা মাতাল সূরে গান গাওয়া
কোকিলের বিরহ বসন্ত
চলে গেছে অগোচরে।
এই বসন্তেও ফুল ফুটেছে
অথবা ফোটেনি।
আমার জানা নেই।
আমিতো রুক্ষ মরুভুমির
আপদকালীন বাসিন্দা তখন।
একটা গোটা বর্ষা চলে গেলো
তোমাকে ছাড়া।
আলমারির তাক থেকে
নেপথোলিনের সৌরভ ছড়াল
আমার সাদামাটা নীল শাড়িটা ।
এবছরের বৃষ্টি ছোয়নি আমাদের।
একটা শীত হিম হিম হাওয়া নিয়ে
এগিয়ে আসছে গুটি গুটি পায়ে।
এই শীতে ঠিক তোমার কাছেই থাকবো
দেখে নিও।
রাতের বারান্দায় ধোয়া উড়বে চায়ের কাপে,
গরম গরম পিঠের মৌ মৌ গন্ধ ছুটবে
ছুটির সকাল গুলোয়।
ঘরময় স্বপ্নেরা ছুটবে
আমাদের ছুঁয়ে ।
এই শীতে তোমার বুকের
খুব কাছে থাকবো,
মিলিয়ে নিও।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




