(এক.)
পেচালি অনেক ভাবেই সামহোয়ারের সমান্তরাল/প্রতিযোগী/বিকল্প এর সবটি আলাদা আলাদা অথবা একইসাথে হইলেও কোন লাভ নাই।
(দুই.)
সামহোয়্যার ইন আছে বইলা কি আর কোন সমান্তরাল, প্রতিযোগী, বিকল্প সাইট হইতে পারবো না। এইরকম কড়া আইন আগেই করা হইছে।
এইটা খেয়াল রাইখেন।
নতুন বাংলা সাইট নেভার ওয়েলকাম। যারা ইন্টারনেটে বাংলা ভাষার বাংলায় দেখতে চাই না তাদের জন্য যেকোন বাংলা সাইটের ওয়েবে সংযোজন মাত্রই দুঃখের খবর। আমরা চাই ট্রান্সলিটারেড বাংলা চলুক। যেমতে আমার পুর্বপুরুষ উর্দু চালাইতে চাইছিল। "হ্যা। এই অচ্ছুত বাংলা ভাষাটার আরো প্রকাশ না বাড়ানোই ভালা"
পেচালি সমহোয়্যারের সমান্তরাল হউক, প্রতিযোগী হউক, প্রতিদিন সকালে ও রাত্রে আইসা নতুন মেম্বার ডাকা ডাকি করুক সামহোয়্যারইনে, ভিন্ন ভিন্ন নিকে বিভিন্ন মার্কেটিং হইতেই থাকুক, হইতেই থাকুক - ইট ডাজ ম্যাটার। ইট ম্যাটারস এ লট। কোয়াইট এ লট। আই থিংক ইটস অল দ্যাট ম্যাটারস। ফর মি অর হার ইটস আওয়ার চেলেঞ্জ দ্যাট নো আদার সাইট পপস আপ।
সো হোয়াট ডাজ ইট ম্যাটার, মজিদ? বুদ্দিমানের মতো বুজায়া কও! নাকি তোমার সাংগো পাংগোরাই পেচালির পিছে? হিংসা বাড়াইতে চাও?
না বেরাদার। যেইটা ভাবতাছেন সেইটা না। হিংসার কিছু নাই। দুনিয়ার সেরম ভালো লেখক নাই, তারা পেচলাতে লেখুক। আমি একজন পীর, মুরুব্বি মানুষ। মাঝে মধ্যে পর্নো সাইটের লেখা পড়ি, ভালো লাগে; সেইটা আরো দশটা অনলাইন ম্যাগাজিন হউক বা পেচালি। গরীবের হিংসা থাকে আমার নাই। নিয়মিত লেখক হিসাবে ফালতু লেখা দেখলে স্রেফ সময় নষ্ট হয়, মেজাজ খারাপ হয় । ঘটনা ভিন্ন।
(তিন.)
ঘটনা হইলো যারা একসময়ে নানান কারনে সামহোয়্যারের কতৃপক্ষের উপরে খুশী ছিলেন তাগো রেজাকার সমর্থনের লাইগা তাদের প্রায় পুরো অংশই পেচালিরে সচল করতে গেছেন। সচল করুক ভালো কথা।
কিন্তু রিফাত মহাশয়, আমাদের ত্রিভুজ নিক ধারী বিশিষ্ট ব্লগার এবং তার সাঙ্গপাঙ্গ তেলাচোরারা যা শুরু করছে সামহোয়্যারে দ্যাট প্রিটি মাচ নোট সো বদারিং। এইটার দায়ভার পেচালির ভিড় জমানো কুতুব ও বিশিষ্ট ব্লগারদের উপরে অনেকাংশেই পড়ে, কারন তেলারা আগে থেকেই মুক্তি খেদানোর এন্টারটেইনমেন্টের প্রাকটিস করছেন। যেইটার ইনটেনসিটি নানান নিকে ব্লগ ত্যাগের পরে ও আগে বৃদ্ধি করিয়াছেন। সমস্যা সেইখানে।
গালাগালি প্রবণতার বিরুদ্ধে নেতৃত্ব যে সকল পেচালির রতনেরা করিতেছেন অনুগ্রহ পূর্বক সেইটা বাড়ায়া দেন। পেচালি নিয়া ব্যস্ত থাকলে হইবো না, সামহোয়্যারে লিখিয়া উদ্ধার করবেন কি করবেন না সেইটা আপনাদের কৃপা। সবাই স্বাধীন এইখানে। শুধু ব্যক্তি আক্রমনটা বড্ড বিরক্তিকর। সেইটা ত্রিভুজ রামছাগলরে করা যাইবো না। নোংরামি অন্যগো লগে করেন। সবার লগে নোংরামি মানায় না।
(চার.)
ভালো কথা, আমি কিন্তুক মডুরাম এই সামহোয়্যারের। স্রেফ আপনার মতোই ইউজার না, চাল্লু মাল। মাঝেমধ্যে সারকাস্টিক পোস্টার। মডুরাম বইলাই এই সাইট বহুত আগেই পরিস্কার করি না ফাউল নিক আর পোস্ট থেইকা। গুআজমের পোস্ট আমার ভীষন প্রিয়।
(পাঁচ)
ডিসক্লেইমার: সাদিক আগে ধান্দাবাজি করতো। এখন ভালো হইলো ক্যান? জ্বি না হুজুর। মুক্তমনাগো বিরুদ্ধে সমালোচনায় যে সারকাজম থাকতো, আপনাগো পেয়ারের পেচালি এবং একই সাথে তাহার বান্দাদের ডাবল স্ট্যান্ডার্ড আচরনের সমালোচনায়ও একই স্টাইলের সারকাজম আছে। খিয়াল করলেই বুঝার কথা। ডিগবাজী আপনার মনে, এইখানে না। ডিগবাজি দেই নাই, খালি খোলশ খুইলা বাইর হইছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



