আগেই বলে রাখছি এই টিউনটি একটু বড় তবে যাদের শুধুমাত্র ধৈর্য আছে তারাই পিটিসি থেকে আয় করতে পারবেন তাই আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তবেই এই টিউনটি পরুন !
ইন্টারনেটে আয় এর অন্যতম উপায় হচ্ছে পিটিসি সাইট থেকে। তবে পিটিসি শুধু মাত্র তাদের জন্য যারা আমার মত অর্থাৎ যারা অনলাইনে আড্ডা মেরে সময় নষ্ট করেন বা যাদের ফ্রী সময় আছে কিন্ত কোন কাজ পারেন না ! সব কাজেরই একটা মূলমন্ত্র থাকে তেমনি পিটিসিতে সফল হবার মূলমন্ত্র হল “ধৈর্য” ! আপনার যদি শুধুমাত্র ধৈর্য থেকে থাকে তাহলেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন । আরেকটা কথা ,আর পিটিসিতে কাজ করে কেউ কোটি টাকার মালিক হতে পারে না । পিটিসি থেকে আপনি সাবলম্বি হতে পারেন !
প্রতিদিন আমরা কত সময় কত কাজে ব্যয় করি, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে দৈনিক মাত্র এক ঘন্টা ব্যয় করে মাসে নুন্যতম ৪০$-৫০$ আয় করা সম্ভব। তবে আপনি কাজ শুরু করার প্রথমমাস থেকেই এত টাকা ইনকাম করতে পারবেননা । অনেকের ক্ষেত্রে যে সম্যসাটা হয় তা হল কিছুদিন কাজ করে হাল ছেড়ে দেয় ।আমি আগেই বলেছি আপনার যদি শুধুমাত্র ধৈর্য থাকে তাহলেই আপনি সফল হবেন , কেউ আপনাকে কেউ আটকাতে পারবেনা । তাই ধৈর্যহারা না হয়ে কাজ করে যান নিরবে ।আমাদের দেশে কাজের সাথে কাজের পারিশ্রমিকের কোন মিল নেই , মিল নেই ইনকাম এর সাথে খরচের । সবাই শুধু চিন্তা করে ইশ যদি ইনকামটা আর একটু বাড়ানো যেত তাহলে হয়ত আর একটু ভালো বাসাতে থাকা যেত । আর যারা ছাত্র তারা চিন্তা করে বাসা থেকে যদি আর একটু টাকা পয়সা বেশি দিত তাহলে হয়তো আরো একটু ভাল ভাবে চলতে পারতাম । তবে একটা কথা আপনাদের বলতে চাই পিটিসি কাজটাকে কেউ কারো মেইন কাজ হিসাবে নিবেন না দয়া করে । প্রতিমাসে এক্সট্রা একটু ইনকাম এর জন্য যে কাজ সেটা যেন এক্সট্রা কাজ হিসাবেই থাকে ।
প্রথমেই আসি যে পিটিসি (PTC) সাইট কি?, PTC এর পুর্ন মিনিং হচ্ছে “Paid To Click” অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয় এবং আমার আপনার মত লোকজন সেই এডগুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট গুলো আমাদের অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন এবং এড দেখার বিনিময়ে আপনাকে পে করবে। এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন $ !
PTC তে ব্যর্থ হওয়ার একটা বড় কারণ হলো, প্রচুর scam সাইট আছে, প্রায় ৯৫ ভাগই scam সাইট। তাই PTC নিয়ে কাজ করতে হলে প্রথমেই Trusted PTC সাইট খুজে বের করতে হবে (এটাই কঠিন কাজ)।
বেশি আয়ের জন্য আপনাকে অব্যশই 2-3 টি সাইটে কাজ করা উচিত।আমি আজকে আপনাদের এমন তিনটি সাইটের খোজ দেবো যারা এখনো নিয়মিত মেম্বারদের পেমেন্ট দিয়ে আসছে !
Clicksia
পিটিসি সাইটগুলোর মাঝে ক্লিকশিয়া অন্যতম ।এরাও নিওবাক্সের মত দীর্ঘদিন কোনো রকম অভিযোগ ছাড়াই পেমেন্ট দিয়ে আসছে ।এখানে প্রতিদিন ১০-১৫ টা এড পাবেন ।প্রতিটা এডের জন্য ০.০০১-০.০০৫ পর্যন্ত দিয়ে থাকে ।এখান থেকে প্রতিদিন ১.৫-২ সেন্ট আয় করতে পারবেন ।ক্লিকশিয়াতে জয়েন করতে চাইলে Click This Link করুন ।
Clixsense
এটাও অনেকটা ক্লিকশিয়ার মত ।এখানে প্রতিদিন ১৫-২০ টা এড পাবেন প্রতিটা এডের জন্য পাবেন ০.০০১-০.০৫ সেন্ট ।এখান থেকে প্রতিদিন ১-২ সেন্ট আয় করতে পারবেন । ক্লিকসেন্সে জয়েন করতে চাইলে http://www.clixsense.com/?3902269 করুন ।
এখন দেখি কিভাবে এই সাইটগুলো থেকে আয় করা যায় -
এই সাইটগুলো এ রেজিষ্ট্টেশন ফ্রি। রেজি:করার পর সাইট এ লগ ইন করলে View Advertisements/ surf adds দেখতে পাবেন, এটাতে ক্লিক করুন। পেজ টি ওপেন হলে দেখতে পাবেন আপনার জন্য কিছু এড আছে যেগুলো আপনাকে ভিজিট করতে হবে। একটা এডের ওপর ক্লিক করলে এডটি ভিন্ন একটা ট্যাবে ওপেন হবে। কিছুক্ষন ওয়েট করলেই মেসেজ আসবে Advertisement validted. এইভাবে সব এডস ভিজিট হয়ে গেলে দেখতে পারবেন কত Dollar জমা হয়েছে।
এভাবে মিনিমাম পেআউটে পৌছাতে প্রায় 2 মাস সময় লেগে যেতে পারে!!!
এখন প্রশ্ন হল, এতদিন ধরে কাজ করে সামান্য কয়েকটা ডলার দিয়ে কি হবে ? আসলে PTC তে ব্যর্থ হওয়ার এটাই মুল কারণ।
PTC একটা দলীয় খেলার মত, একা একা এইখানে খুব বেশি কিছু করা যায় না। সফল হতে গেলে আপনার একটা দল (team) লাগবে।
আপনি আপনার একাউন্টে ক্লিক করলে একটি রেফারলিংক পাবেন ! এই লিংকের মাধ্যমে যারা জয়েন করবে তাদের কে নিয়ে আপনার টীম হবে। তারা তাদের অ্যাডে ক্লিক করলে তাদের আয়ের একটা অংশ (সাধারনত ১০%-৫০% ) আপনি পাবেন।
এখন মনে করুন আপনার ১০০ জন রেফারারার আছে ।তারা এই তিনটি সাইট থেকে প্রতিদিন যদি ২ সেন্ট আয় করেন তাহলে প্রতিদিন মোট আয় হচ্ছে 0.0২$ * ১০০ * ৩ = ৬ $ অর্থাত্ত প্রতি মাসে ১৮০$ তাহলে আপনি পাবেন এর ১০%-৫০%+আপনার নিজের আয় । তবে এখানে একটা কথা বলে রাখা জরুরি সেটা হল অনেকে রেফারারের আশায় নিজে কাজ করেন না ! ভাবেন নিজের সামান্য কয়েকটা ডলার দিয়ে কি হবে ? তবে এটা চরম ভুল ধারনা কেননা পিটিসি সাইটগুলো আপনাকে তখন ই রেফারারের ক্লিকের ভাগ দেবে যখন আপনি নিজের ক্লিক শেষ করবেন সহজ কথায় যেদিন নিজের অ্যাডে ক্লিক করবেন সেদিন রেফারারের টাকা পাবেন যেদিন করবেন না সেদিন পাবেন না।
শুধু কাজ করলেই হবেনা কাজ করে সেই টাকা হাতেও আনতে হবে । প্রায় সব পিটিসি সাইট এলার্টপে সাপোর্ট করে তাই আপনার যদি এলার্টপে একাউন্ট না থেকে থাকে তাহলে Click This Link থেকে এলার্টপে একাউন্ট করে নিন । অ্যাকাউন্ট করার সময় আপনার সঠিক তথ্য গুলো দিবেন, কোন ফেক বা মিথ্যা তথ্য দিবেন না অ্যাকাউন্ট করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন ।
আমি জানি না আমি আপনাদের মূল ব্যাপারটা কতটুকু বোঝাতে পেরেছি।তবে আমার অনুরোধ আপনারা কাজ করতে চাইলে ধৈর্য নিয়ে করুন কেননা পৃথিবীতে কেউ ই একদিনে বড় হতে পারে না।কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি উত্তর দেয়ার চেষ্টা করবো !ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


