আবারো বলছি...
শিশু, দুর্বলচিত্ত, ও হৃদরোগীদের দেখা নিষেধ।
কেউ দেখলে নিজ দায়িত্বে দেখবেন, পরবর্তী কোন সমস্যা ও আধিভৌতিক প্রভাব এর জন্য পোস্টদাতা এবং ব্লগকর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আগেই প্লাস দিয়ে নিন ,অবাক হবেন না - দেখা শেষে রেটিং দেয়ার মত অবস্থা আপনার না থাকার সম্ভাবনাই বেশি
বিঃদ্রঃ যারা দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন,শেষ ৫ সেকেন্ড সবচেয়ে জরুরী
তাহলে দেখুন ঃ
(...আমার কুনো দুষ নাই...)
ও... আরেকটা কথা, কুশ্চেন কমন পড়া (প্রথমে কমন মনে হইলেও শেষের ৮ সেকেন্ড দেইখেন, এইটুক আনকমন হইতারে) পাব্লিকরা মিজান ঠানডা রাইখেন, চেইতেন না
এই পোস্ট নিয়ে ব্লগার সচেতন ভাই এর মূল্যবান কমেন্ট যুক্ত করা হলঃ
সচেতন বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে এই ধরনের পোষ্টে খুব ডিষ্টার্ব হইনা এখন কিন্তু আমি জানি অনেকেই হন। যদিও লেখক খুব সাবধান করে দিয়েছেন তার লেখায়, কিন্তু তবুও সামুর নানা বয়সের ও ধরনের পাঠক পাঠিকার কথা বিবেচনা করে এই ধরনের পোষ্ট পরিহার করাই শ্রেষ্ঠ। জীবনে যখন প্রথম এই ধরনের ভিডিও দেখি ব্লাড প্রেসার বেড়ে গিয়েছিলো, অনেকক্ষনেও স্বাভাবিক হতে পারছিলাম না। দয়া করে এই ধরনের পোষ্ট পরিহার করুন।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




