
লাইব্রেরীর কাঁচের দেয়াল দিয়ে
তীব্র সূর্যের আলোতে তপ্ত সোনালী দিনের রূপ দেখছি
ফ’লের এই সময়ে সকালের দিকে হালকা ঠাণ্ডা থাকলেও
সন্ধ্যার আগে বা সূর্য না ডোবা পর্যন্ত এই জনপদ আলোকিত ও উষ্ণ থাকে।
নিচে রাস্তা পর্যন্ত বিশাল প্রাঙ্গণ, সেখানে কিছু গাছ আছে
এখনো ছায়া দেবার মত বড় হয়নি তাই অল্প ছায়া,
বেশ কিছু রোড ছাতার নিচে গোল টেবিল আর তার পাশে লোহার বেঞ্চ।
কিছু ছায়া কিছু রোদে সেগুলো শীতল ও উষ্ণ।

অনেক ছাত্র ছাত্রী সেখানে বসে পড়ছে, গল্প করছে বা রাস্তার দিকে তাকিয়ে আছে।
প্রতিনিয়ত এক দুই কিংবা চার পাঁচ জনের দল বা দলছুট শিক্ষার্থীরা
আসা যাওয়া করছে, এখানে রুটিন বাঁধাধরা নেই,
সবাই তাদের নিজ সময়ে চলে আসছে।
কেউ গাড়িতে ড্রপ নিচ্ছে, কেউ বা শহরতলী থেকে বাসে করে
কেউ বা মেট্রো স্টেশন থেকে বাসে কাছাকাছি নেমে
কেউবা হেঁটে আসছে নানা গন্তব্য থেকে।
বিচিত্র সব পোশাক কারও গরম লাগে তাই স্বল্প বসনা
কেউ এই উষ্ণ আবহে ভাল ভাবে শীতের কাপড় জড়িয়ে রেখেছে।
কেউ সাদা, কেউ বাদামী কিংবা কালো, সবাই আমেরিকান তবে বিদেশিও আছে,
স্প্যানিশ, চীনা, ভারতীয়, অন্যান্য এশিয়ার দেশের নানা সংকর জাতি
কবে যে তারা মিশে একাকার হয়ে গেছে
এখানে তাই আমেরিকান ও বিদেশি শিক্ষার্থী মূল পরিচয়।
লাইব্রেরীতে পড়ার সুন্দর ব্যবস্থা, নিঃশব্দে পড়ার টেবিল চেয়ার
চার্জের ব্যবস্থা আছে, আছে এসির ঠাণ্ডা প্রান জুড়ানো আমেজ।
রাস্তা দিয়ে গাড়ি চলছে, মাঝে মাঝে বাস আসছে।
ডাউন টাউন থেকে কিংবা নানা জায়গা থেকে যাওয়া আসা।
দুপারে দুটো বাস স্ট্যান্ড, হালকা যাত্রীর চাপ
বাস থামছে অল্প সময়ে জন্য , আবার চলছে গন্তব্যে
রাস্তার পাশেই জন বসতি, সুন্দর দোতালা বাংলো বাড়ির মত
সামনে এক চিলতে খোলা জায়গা, সেখানে সুন্দর করে কাটা ঘাস
কিছু সবুজ কিছু ধুসর, পানি কম এখানে, মরু এলাকার মত
এখানে বেশ কিছু বড় গাছ এই লোকালয়ে ছায়া দিয়ে যাচ্ছে
দূরে বেশ কিছু লম্বা লম্বা পামগাছ, কিছু ঝাউ গাছ ও আছে
আছে বেশ কিছু রঙ বাহারি ফুলের বড় গাছ
বেগুনী, হালাকা গোলাপি কিংবা গোলাপি আভা ছড়াচ্ছে
আর ও নানা রঙের ফুল ও রয়েছে আশেপাশে
রাস্তা দেখে দেখে কাজ করছিলাম ল্যাপটপে
হঠাৎ মনে হল একটা কিছু লিখি, অনেকদিন লিখি লিখি করে
লেখা হয়ে উঠছেনা না কারনে, আজ তাই লিখলাম।
আমার চোখে দেখা সামনের চলমান আলোকিত দৃশ্যাবলী
ভাললাগা নিয়ে লিখা, মন থেকে উৎসরিত
সবাই যেন সুন্দর ভাবে বেঁচে থেকে
পৃথিবীর আলোকিত উষ্ণ আনন্দময় দিনগুলোকে ভালবেসে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


