রবিবার লস এঞ্জেলেসে ছুটির দিন। গত কয়েকদিন বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর আজকের দিনটা ছিল নীল আকাশ আর সোনালী রোদের মাখামাখি। নেটফ্লিক্স এবং সিক্লাভিয়ার উদ্যোগে সাইকেল প্রেমীদের জন্য আজ সকালে ছিল স্ট্রেঞ্জার থিংস ৫ ওয়ান লাস্ট রাইড।
শহরের মেলরোজ অ্যাভিনিউতে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হল এই গাড়ি-মুক্ত বাইক ইভেন্ট। এই সময় এখানে কোন গাড়ি চলাচল করেনি। এই বিনামূল্যের ইভেন্টটি মেলরোজ অ্যাভিনিউয়ের চার মাইল বিস্তৃত অংশকে বাইক চালানো, হাঁটা, স্কেট করা বা দৌড়ানোর জন্য একটি উন্মুক্ত পাবলিক স্পেসে রূপান্তরিত করে। মেলরোজ অ্যাভিনিউ, ফেয়ারফ্যাক্স, লার্চমন্ট, মেলরোজ হিল এবং পূর্ব হলিউড নিয়ে এই ইভেন্টটি পরিচালিত হয়েছে। সব জনসাধারণের জন্য এটি ছিল উন্মুক্ত এবং অংশ গ্রহণ ছিল বিনামূল্যে। তিনটি প্রধান হাব ফেয়ারফ্যাক্স, মেলরোজ এবং ভার্মন্ট এ বিশ্রামাগার ছিল। ইভেন্ট চলাকালীন বিনামূল্যে খাবার পানি, সাধারণ বাইক মেরামত এবং প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা ছিল।
দিনটা চমৎকার এবং বাসার কাছে থাকায় হেঁটে রওয়ানা হই। সাইকেল চালকেরা মজা করে এই অনুষ্ঠান উপভোগ করছিল। রাস্তার পাশে গান বাজনা খাওয়া দাওয়া বিক্রি সব চলছিল। আজ এই রাস্তায় কোন হোমলেস মানুষ ছিল না। তাদেরকে কোথাও সরিয়ে দেয়া হয়েছিল। প্যারামাউন্ট স্টুডিও ও হলিউডের বেশ কয়েকটি স্টুডিও’র সামনে দিয়ে সবাই এগিয়ে চলছিল। হেঁটে ও অনেকে যোগ দিয়েছে। পরিবার ছোট বাচ্চা সবাই এর মজা উপভোগ করেছে। মাঝে মাঝে বেশ কয়েকজন মিলে প্যারেডের মত গান ও শ্লোগান দিয়ে একেকটা দল চলছিল। রাস্তা নিয়ন্ত্রনের জন্য অনেক ভলান্টিয়ার ছিল, পুলিশ ও ছিল কোন অঘটন বন্ধ করার জন্য। প্রায় অর্ধেক পথ গিয়ে আবার ফিরে আসলাম। অনেক সুন্দর দৃশ্য ও মানুষের আনন্দের সাথে কিছুটা সময় কাটালাম।










সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


