একি হচ্ছে এখানে! ব্ললগের নিকদের কাজকম্মের গঠনমুলক সমলাচোনা করে কেউ একজন একটা পোস্ট দিয়েছে। আর যায় কোথায়। মালকোচা মেরে ঝাপিয়ে পড়লো অনেকে। সমস্ত লজ্জার মাথা খেয়ে গালাগালি ও ফালতু কথাবার্তায় ছেয়ে গেলো।
কদিন আগেই শুরু হয়েছে আমার যাত্রা, এখানে। পুরোনো পোস্ট গুলো পড়ে খুবই উৎ সাহ পেয়েছিলাম। সাহস পেয়েছিলাম। মুক্ত চিন্তা করার সাহস, কিছু লেখার সাহস। একটা নেশা ধরে গেছিলো। নেটে বসে প্রথমেই এই সাইটে লগইন করার নেশা।
সবই ভুল। ।
সবই ফালতু। ।
ধ্যাৎ!!
শান্তি, স্বাভাবিকতা ও দূষনমুক্ত লেখার পরিবেশ চাই।
নাহলে একদিন ফুট করে বিদায়। ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





