সংক্ষিপ্ত সংলাপ - ৫১ (কথায় কথায় কখন কিভাবে!)
: বিদায় তবে
: দিলে না নিলে?
: হলো
: হুমম ..
: কখন কিভাবে হয়ে গেল?
: অন্ধকার ছাড়া আলো'র অস্তিত্ব যায়না বুঝা
: অন্ধকার দিয়েই বুঝতে হলো?
: হুমম..
: পাশাপাশি'র মানেই বুঝিনি!
: কিছু বুঝা হয় বিচ্ছেদে
: অন্ধকারটাইকি সার হলো?
: নাহ্, এ অবস্থার পরিবর্তন বৈ কিছু না *
: আবার তবে কিভাবে!
: তীব্র আলোক সন্নিকটে তোমার
: তুমি?
: আমি ক্ষিনপ্রায়ের যোগ্য
: তীব্র আলোতে চোখ ধাধিয়ে যায়
: ফুওও.. দিয়ে দিলাম, ধাধাবে না
: কিভাবে পারো এত সহজে সুখী হতে?
: তুমিওকি শিখনি?
: বিদ্যা বয়েই গেলাম, কাজে লাগলো কৈ!
: (চুপ)
২৫-১০-০৮, ঢাকা
* এই লাইনটা আইরিন আপু'র কাছে ঋণী।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



