সরি নোবেল কমিটি, একমত হতে পারলাম না
ড. ইউনূসের গ্রামীন ব্যাংক পুরস্কার পাইল, আর পাইল গ্রামীন ব্যাংকের সদস্যরা। কেন পাইল? তারা লেন নিসে বইলা পুরস্কার পায়নাই, তারা গ্রামীন ব্যংকের মালিক হিসাবে পুরষ্কার পাইছে।
তাতে কি দাড়াইল? যাদের কারণে অন্যেরা শান্তির পক্ষে কাজ করতে পারে তিনিই হইলেন পুরস্কারের জন্য বিবেচিত।
বেশ কথা।
এইবার দেখলাম নোবেল কমিটি সিস্টেম পাল্টায়া ফালাইসে। ওবামারে শান্তির জন্য কাজ করার সযোগ করে দিল যে দিলদরিয়া লোকটা, তার কোনো পাত্তা নাই।
আরে সুইডিস বেকুবরা, জর্জ বুশ পরিস্থিতি তৈয়ার না করলে ওবামা কোন কামডা করতো? ওই ব্যাটাতো হোয়াইট হাউস পর্যন্তই যাইতে পারতো না।
কাজেই নোবেল কমিটির এ দ্বিমুখী নীতির তিব্র প্রতিবাদ জানাই। আর মহান জর্জ ডাব্লিই বুশকে নতুন খেতাবে ভূষিত করার দাবী জানাই। তার নতুন খেতাব হোক জর্জ ডাব্লিউ নোবেল।

গরিবি
চিত্রঃ অন্তর্জাল
গরিবি বা ফকিন্নি ও সেল করা যায়,
উহারে এনক্যাশ করা যায়।
সেই এনক্যাশমেন্টটা গরিব নিজেও সেল করতে পারে, আবার তার গরিবানারে অন্য কেউও এনক্যাশ করতে পারে।
দেশের সিংহভাগ এতিমখানা মাদ্রাসা এই... ...বাকিটুকু পড়ুন
হেলুসিনেশন। চ্যাপ্টার ৮
এ তুমি কি সেই তুমি?
যাকে খুঁজি দিবানিশি
এ তুমি কি সেই তুমি?
যার জন্য নিজেকে
খতম করতে রাজি।
এ তুমি কি সেই তুমি?
যার জন্য... ...বাকিটুকু পড়ুন
কবিতা
"শেষ অধ্যায়"
তুমি আমায় দেবতাদের দেয়া
অভিশপ্ত সিসিফাস ভেবোনা,
আসলে আমি হই, জলন্ত কোনো অগ্নিকুণ্ড,
অথবা ভালোবাসার দুরন্ত কোনো
এক দুর্বাঘাস।
যেখানে তুমি নিশ্চেন্তে মুখ ডুবিয়ে
শ্বাস নিতে পার। অথবা তুমি
জানই না,... ...বাকিটুকু পড়ুন
কেউ প্লিজ বলে না, ধন্যবাদ বলে না, সরিও বলে না। ***************************
আমাদের দেশের মানুষের খুব কমন একটি বিষয় একটু খেয়াল করলেই যে কারো চোখে পরে। আমাদের দেশের মানুষ পারতপক্ষে প্লিজ, সরি, ধন্যবাদ এই জাতীয় শিষ্টাচার বা এটিকেট (Etiquette) সমৃদ্ধ শব্দগুলোর ব্যবহার... ...বাকিটুকু পড়ুন
হ্যালোকাহিনী :) The HELLO Story
আমরা ফোন বাজলে প্রথমে বলি হ্যালো। প্রশ্ন হল হ্যালো আসলে কি?
কিছু মানুষ বিশ্বাস করতো হ্যালো হলেন টেলিফোনের আবিষ্কারক বিখ্যাত বিজ্ঞানী আলেক্সান্ডার গ্রাহাম বেল এর প্রেমিকা। এই নিয়ে... ...বাকিটুকু পড়ুন