ডায়াপার বিষয়ক কিছু দরকারি ও কিছু অদরকারি কথা
০১. সুতি ডায়াপারে শিশুর ত্বকের সঙ্গে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে না।
০২. ডায়াপারে সেফটিপিন ব্যবহারে সতর্ক থাকুন, দুর্ঘটনা ঘটতে পারে।
০৩. প্যাম্পার এবং হাগিস এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দুটি ডায়াপার কম্পানি।
০৪. ডায়াপারের একক আবিষ্কারক হিসেবে নির্দ্রিষ্ট কারো নাম না বলাই ভালো। তবে ডিসপোজেবল ডায়াপার আবিষ্কার করেন ম্যারিয়ন ডনোভিয়ন।
০৫. শিশুর ডায়াপার আর দেশের রাজনীতিবিদ- দুটোই সময়মতো পাল্টানো উচিৎ, নইলে দুর্গন্ধ ছড়ায়।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




