এই চৈত্র দহনে দিলাম ছুটি
কি? পারবে না থাকতে মোটামুটি
বড়-বড় থাকা বৈশাখে হবে
বড্ড পুড়ছে ভেতরে ভেতরে
সূর্য দাঁড়িয়েছে রাস্তার মোড়ে
আকাশে দহন, মাটিতে দহন
বৃক্ষে দহন, দহন লেগেছে ফুলে
এখন তোমার অধর রেখো না খুলে
এই চৈত্রে থাক চোখের অবকাশ
কি? পারবে না বাঁচাতে, দৃষ্টিবিনাশ
বড্ড ভাঙছে ভেতরে-ভেতরে
ভাঙার জন্য দুপুর জাগছে ভোরে
আঙুলে ভাঙন, পাঁজরে ভাঙন
কপালে ভাঙন, ভাঙন লেগেছে ঠোঁটে
ভাঙতে ভাঙতে ফুলে পাথর ফোটে
আলোয় ভাঙন, ছায়ায় ভাঙন
বাতাসে ভাঙন, ভাঙন উড়ছে চুলে
এখন তোমার সাঁতার বেধো না কূলে
এই চৈত্রে দিলাম আঙুলের অবসর
কি? পারবে না বাঁচাতে স্তনঈশ্বর
জোয়ারে দহন, ভাঁটিতে দহন
ঝিনুকে দহন, দহনে দগ্ধ মুক্তো
এখনই মৃত্যু, জীবনে করো যুক্তো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




