আমি যখন তখন হারিয়ে যেত পারি ...
কারণ.... আমি জানি....
তুমি আমাকে খোঁজে বের করবেই.......
যদি ভালবাস তবে কেন শুধু হারিয়ে যাওয়ার কথা বলো ....
শুনে ভয় পাও প্রিয়...হারিয়ে যাওয়াতে নেই কোন বাধা
যদি সেখানে থাকে দু'জনার অমর ভালবাসা .....
তুমি কি আমায় ভালবাসতে পারনা নিস্বার্থ....
আজ যদি আমি বলি তোমায় ভালবাসি না
তুমি কি পারবে আমায় আরো বেশি ভালবাসতে
জানি পারবেনা কারণ আজ যে ভালবাসা দেখি আমি
আমাদের এই সমাজে তা নিস্বার্থ নয় .....
কারণ যারা ফিরিয়ে দিয়েছে.....
তাদের মুখ নয়ত শরীর তো জলসে দিয়েছ তোমরা ....
ভালবাসই যদি তবে কেন?
প্রিয় মানুষটির মুখ নয়ত শরীর জলসে দিয়েছ...
এটা ভালবাসা নাকি কামনার প্রকাশ....
যদি ভালবাসা হতো তবে তোমরা
নিজে হাজারো কষ্টে থেকেও
প্রিয় মানুষটিকে সুখি হতে সাহায্য করতে...
এটাই তো স্বর্গীয় ভালবাসার প্রকাশ.....
হে মানব সমাজ আমরা কি পারিনা
নিজেদের জীবনে স্বর্গীয় ভালবাসার প্রকাশ করতে.......
(কৃতজ্ঞতা :-প্রথম ৪ লাইনের জন্য Marufa Ishaque

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



