প্রথম দেখাতেই ভালবাসা হয়
প্রথম চাওয়াতেই পাওয়া হয়না কারো
প্রথম পাওয়াই হয় না চাওয়াই কারো
তবে
আমার প্রথম দেখাতেই হয়েছিল ভালবাসা
হয়নি বলা অনেকদিন ..................
যে দিন বলেছিলাম তারে
ফিরিয়ে দিয়ে ভালই করেছিলে তুমি
ভালবাসা ভালো থেকো
খুজব আমি ভালবাসা অনন্তকাল
তোমার কাছে হে অসমাপ্ত ভালবাসা
শুধু আমার জন্য আলগা করে
তুলে রেখ তোমার মনের মণিকোঠায়
হে অসমাপ্ত ভালবাসা
মনে রেখ এই পৃধিবীই
শেষ নয় এরপরও জীবন আছে
সেই পৃথিবীতে আমি
ফিরে চাইব আমার
অসমাপ্ত ভালবাসার প্রিয় মানষীকে
গধুলী লগ্ন অস্তগামী আমি
আজ কোথায় সেই তুমি!
অস্তগামী আজ অসমাপ্ত ভালবাসা
আজ কোথায় সেই তুমি!
আমি আশায় বুক বাঁধি আজও,
আজও সেই তোমায় স্মরণ করি,
যার অস্তিত্বে মিশে আছে আমার অসমাপ্ত ভালবাসা ,
হ্যাঁ, এই আমি..
ভালবাসা ভালো থেকো
খুজব আমি ভালবাসা অনন্তকাল
তোমার কাছে হে অসমাপ্ত ভালবাসা
তোমার জন্য আমার অসমাপ্ত ভালবাসা
তুলে রাখব আমার মনের মণিকোঠায়........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



