যুক্তরাষ্ট্র যখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে বেনজীর আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এর সাড়ে ছয় মাস পর সরকার তাঁকে মহিমান্বিত করেছে ‘শুদ্ধাচার পুরস্কার’ দিয়ে। সেই হিসেবে বেনজীর আহমেদ এখনো দেশের ‘শ্রেষ্ঠ সৎ’ মানুষদের একজন। পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় মূলত নীতি–নৈতিকতা ও সততার জন্য সরকার তাঁকে ‘শুদ্ধাচার পুরস্কার’ দিয়েছিল।
সরকার নিশ্চয় অনেক যাচাই বাছাই করেই বেনজীরকে একজন শুদ্ধ ব্যক্তি হিসেবে বেছে নিয়ে শুদ্ধাচার পুরস্কারে ভুষিত করেছিল; তাহলে কেন এখন সরকার বেনজীরের দূর্নীতির দায় নিচ্ছেনা?
সরকারি পদ–পদবি ব্যবহার করে বেনজীর আহমেদ অবিশ্বাস্য সব দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন—বিশ্বাসযোগ্য এসব তথ্য প্রকাশের পরও তাঁর ‘শুদ্ধাচার পুরস্কার’ বাতিল না করায় এবং রাতের আধারে বিদেশে পারি দেওয়া সুযোগ করে দেওয়ায় দিনের আলোর মতো পরিস্কার বেনজীর ও আজিজরা সরকারেরই সৃষ্টি।
সুত্র : এখানে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৪ সকাল ১১:১৮