
রাজনীতি আদতে কোনো "পেশা" নয়, তবে অনেকের জীবনের প্রধান কাজ বা দায়িত্ব হয়ে উঠতে পারে। পেশা বলতে সাধারণত এমন একটি কাজ বোঝানো হয় যার মাধ্যমে একজন মানুষ আয় করেন এবং জীবিকা নির্বাহ করেন। যেমন: ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী ইত্যাদি।
রাজনীতি হলো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে একজন ব্যক্তি দেশের জনগণের সেবা করেন, নীতি নির্ধারণে ভূমিকা রাখেন এবং সমাজে পরিবর্তন আনার চেষ্টা করেন।
তাহলে প্রশ্ন হলো: রাজনীতি কি পেশা হতে পারে না? অনেকে রাজনীতিকে জীবনের মূল কাজ হিসেবে বেছে নেন। যদি কোন ব্যক্তি সংসদ সদস্য, মন্ত্রী ইত্যাদি পদে দায়িত্ব পালন করে রাষ্ট্র থেকে সম্মানজনক বেতন ও সুযোগ-সুবিধা পান সেটা কি তাহলে পেশা? আবার এই দিক থেকে দেখলে কেউ কেউ রাজনীতিকে পেশা হিসেবে দেখেন।
কিন্তু আদর্শভাবে রাজনীতি হচ্ছে সেবা, লোভ বা লাভের উদ্দেশ্যে নয়। এটি হলো ন্যায়ের পথে সমাজকে পরিচালনা করার দায়িত্ব। সেই দিক থেকে রাজনীতি আদর্শভাবে কোনো পেশা নয়, এটি একটি দায়িত্ব ও সেবামূলক কাজ। তবে কেউ যদি রাজনীতিক হয়ে বেতনভোগী পদে থাকেন, তখন সেটা পেশার রূপ নিতে পারে।
তাহলে আমাদের দেশে আবুল, মফিজ, যদু, মধুরা যে কোন কাজকর্ম না করে দিনরাত একাকার করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পিছনে ধেই ধেই করে ঘুড়ে বেড়াচ্ছে এবং তাদের পেশা নাকি রাজনীতি এটা কি আদৌ ঠিক? রাজনীতি একটা পেশা আমাদের দেশের পেক্ষাপটে এটা সর্বৈব ঠিক। তা না হলে আবুল, মফিজ, যদু, মধুরা কোন কাজ করেনা তাদের নেই কোন জমিজমা বা উপার্জনের উৎস তারপরও তারা দিন গেলে শত, হাজার অথবা কোটি টাকার মালিক বনে যাচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখছেন?
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




