২ দিন পর নির্বাচন যোগ্য প্রাথী কিভাবে নির্বাচন করব। বিনপি, আওয়ামীলীগ, জাতীয়পাটি ও জামাত প্রাথীর বাইরে কোন প্রার্থী নাই।
কার কথায় ভোট দিব। বসরে কথা ( যেখানে চাকুরী করি,) মেম্বার, চেয়ারম্যান, পরিবারের বয়োবৃদ্ধ, বন্ধু নাকি গতবার যাকে ভোট দিলাম সে পাশ করতে পারল না তাকে।
আমার কাছে এক রিকসা চালক জিজ্ঞেস করে কাকে ভোট দিব স্যার। আমি বলি যে যোগ্য। সে বলে কে যোগ্য। আমি তার মুখের দিকে তাকালাম এবং বললাম যে তোমার খবর নেয়। স্যার কেউ তো খবর নেয় না। আমি বললাস যে নির্বাচনের আগে অন্তত হাতে হাত রেখে, বুকে বুক রেখে বলে ভালো আছেন।
তাকে উপদেশ দিয়ে নিজেই বোকা হলাম কার আমি জানি না । কাকে ভোট দিব। আওয়ামী ও বিএনপি যে জোট বেধেছে তাতে জনগনের কোন লাভ হবে না তাই। যতদিন যোগ্য লোক না পাব ততদিন না ভোট দিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





