২।বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক ছাত্র ম্যছ আছে। ওগুলি বাদে শুধু আজিজ মার্কেটে কেন হামলা? আজিজ মার্কেটে নিচের ছবির ক্যডার ভাইদের থাকার সমভাবনা ছিল? যদি ১২ জনকে ধরে নিয়ে পেদানি দিয়ে দেশের ১২০ কোটি টাকার ক্ষতি কারা করল এটা জানা যায় তাহলে সেনাবাহিনি একাজ করতে দোষ কোথায়?
বি: দ্র: ছবির সূত্র:http://www.bangladesh-web.com
সবশেষে একটি কথা বলতে চাই। ঘটনা হলে আমরা ঘটনাটা নিয়ে মাথা ঘামাই । কিন্তু এর কারন খুজে দেখি না। আমরা আসলে অতি আবেগ প্রবন। আর আমাদের এ আবেগকে কাজে লাগিয়ে নেতারা আমাদের মাথায় কতবেল আম, কাঠাল, কলা সব ফল ভেঙ্গে খাইছে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৭ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



