***** আপডেট: প্যারাসুট দেখা যাচ্ছ.
***** আপডেট: প্যারাসুট ভুমিতে নেমেছে। মনে হয়, কিছু সময় আগেই ইহা নেমেছে।
নাসার স্পেসক্রাফট, OSIRIS-REx আজ নিউইয়র্ক সময় ১১:৫৫ মিনিটের সময়, গ্রহানু 'বেন্নু'র পৃষ্ঠ থেকে সংগৃহিত ধুলা-মাটি-পাথরের সেম্পল নিয়ে অবতরণ করবে ইউটাহ রাজ্যের মরুভুমিতে। সেম্পল নিয়ে ১টি ক্যাপসুল পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে উহাকে আকাশে একটি রবোটিক-টাইপের যানের সাহায্য ধরবে ও প্যারাসুট ব্যবহার করে, উহা গতিবেগ কন্ট্রোলে এনে নিদ্দিষ্ট এলকায় ভুমিতে আনবে।
গ্রহানু 'বেন্নু' একটি অতি ক্ষুদ্র গ্রহ, যা আমাদের পৃথিবীর মতোই আপন কক্ষে থেকে সুর্যের চারিদিকে ঘুরছে। ইহার কক্ষপথ আমাদের গ্রহ ও শুক্র গ্রহের মাঝখানে। প্রতি বছর সেপ্টম্বর মাসের ৩য় সপ্তাহে ইহা ও পৃথিবী পরস্পরের কাছাকাছি আসে; বিজ্ঞানীরা ভাবছেন, আগামী ২০০ বছরের কোন (২১৮২ সালে ঘটার সম্ভাবনা ) এক সেপ্টেম্বর মাসে পৃথিবী ইহাকে টেনে নিজের দিকে নিয়ে আসতে পারে। সেইজন্য বিজ্ঞানীরা ইহাকে বুঝার চেষ্টা করছে।
বেন্নুর ফিজিক্যাল তথ্য:
ব্যাস: ৫০০ মিটার
ওজন: ৭৮ বিলিয়ন কিলো
বেন্নুর ১ বছর : ৪৩৭ দিন
সংগৃহিত সেম্পলের পরিমাণ: ১৫০ থেকে ২৫০ গ্রাম হওয়ার সম্ভাবনা।
বেন্নু আবিস্কৃত হয়েছে ১৯৯৯ সালে। বর্তমান মিশনে ১.১ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ২০১৬ সালে OSIRIS-REx'কে আকাশে প ঠানো হয়েছিলো; স্পেসক্রাফটটি ২০০ মিলিয়ন মাইল দুরে গিয়ে সেম্পল সংগ্রহ করেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯