ছবিটি কোন ১ জন প্রাক্তন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর'এর; এই লিলিপুটিয়ান'এর ছবির নীচের অংশে উনার বক্তব্যটুকু দেয়া হয়েছে; ইহা যা বলছে, ইহা কি সঠিক? ইহার বক্তব্যকে ভুল প্রমাণ করার জন্য আপনি কিভাবে, কি যুক্তি দিতে পারেন? ছোট কমেন্টে লিখুন।
ইনি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ছিলেন, কোন সালে ছিলেন আমি বের করার চেষ্টা করি নই। এই ধরণের লোকজন যদি দেশের ব্যাংকের প্রধান হয়ে থাকেন, মেহেরপুরের গৃহবধু আত্মহত্যা না'করে কোথায় যাবে?
আমেরিকায় ইন্টারেষ্ট-রেইট ঠিক করে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান। বাংলাদেশে যথাসম্ভব ইহা করে থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর; আবার ব্যাংকের সংখ্যা ও ঋণ-দাতাদেরও কন্ট্রোল করে থাকে, কিংবা করতেপারে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর। ইনি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর থাকাকালে কি করেছেন, এখন বের করা হয়তো বেশ মুশকিল হবে; তবে, তখনো নিশ্চয় এনজিও ও মহাজনেরা গরীবদের ঋণ দিতো। ইনি নিশ্চয় কোন আইন/রুল করে যননি, যার কারণে, ঋণ দেয়ার ১ মাসের মাসেই ঋণ পরিশোধের কিস্তি শুরু হয়, ও দরিদ্র মানুষ চাপে পড়ে ভুলশর্তে একাধিক এজেন্সী কিংবা মহাজন থেকে ঋণ নেয়!
একই মানুষ যখন ১টি এনজিও কিংবা ১ জন মহাজনের ঋণ শোধ করার জন্য অন্য এনজিও থেকে ঋণ আনতে যাচ্ছে; সরকার কিভাবে উহা কন্ট্রোল করা উচিত বলে আপনি মনে করেন?
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৩৪