,
আপনি যদি সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারদের মুখ থেকে হাদিস শুনতে চান, ভালো; শুনতে থাকুন। আমি এসব প্রফেশানেলদের মুখ থেকে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বাজেট, চলমান সরকারী প্রোগ্রাম, চাকুরী সৃষ্টি, জাতির উন্নয়ন, মানুষের অধিকারের কথা শুনতে চাই মাত্র; হাদিস শুনতে চাই ব্লগার নতুন নকিব থেকে; তবে, উনি পোষ্ট না'দিয়ে চুপ থাকলে আমার খুবই ভালো লাগে।
ব্লগার মহাজাগতিক চিন্তা হাদিস নিয়ে কথা বললে মোটামুটি চলে; উনাকে চেপে ধরলে উনি সব হাদিসকে "বিগ ব্যাং থিওরীর" আলোকে ব্যাখ্যা করতে পারেন। উনি সুন্দর সনেট লিখেন, ক্ম্প্যুটার শেখান।
আমার ধারণা, আমাদের ব্লগার কলাবাগান১ লাইফ-সায়েন্সে খুবই উঁচু লেভেলের জ্ঞান রাখেন; বাইওলোজী, ভাইরোলোজী ও বাইও-মেডিক্যাল বিষয়ে উনার পোষ্টগুলো খুবই উল্লেখযোগ্য। উনার একটা দুর্বল দিক হচ্ছে, উনার কোন লেখা উনাকে ইসলামিক স্কলার হিসেবে ব্লগে প্রতিষ্ঠিত করেনি আজো! ব্লগার 'নতুন' আরব দেশে থেকেও হাদিসকে জোর দিচ্ছেন না; মনে হয়, উনি আরবদের বুঝেন সহজেই।
এই রকম হাতে গোনা কয়েককন ব্লগার ব্যতিত প্রায় সবার লেখায় সময় সময় ইসলামিক জ্ঞানের আভাস পাওয়া গেছে, ব্লগের প্রায় সবাইকে ইসলামিক স্কলার বলা সম্ভব। আমাদের জাদিদ সাহেব থেকে জেনে নেবেন, কখন কিভাবে দোয়া করতে হয়; সম্প্রতি উনি কোন ১ মোল্লার দোয়ায় খুশী না'হয়ে নিজের সিষ্টেম নিয়ে আলোচনা করেছেন।
সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারগণ যখন হাদিস নিয়ে কথা বলেন, তখন ধরে নেবেন যে, এরা আসলে প্রফেশানেল নন; এরা কোনভাবে জাতীয় ইউনিভার্সিটি শেষ করার মতো করে, টেনেটুনে পড়ালেখা করেছেন; এখন নিজের প্রফেশানে টিকে নেই, মোটামুটি বাতিল।
আমি মনে করি, মানুষ যেই বিষয়ে পড়ালেখা করেন, শুধু সেই বিষয়ে ভালো লিখতে পারেন; যারা কোন বিষয়ে সঠিকভাবে লিখতে পারেন না, তারা ধর্মকে পুঁজি করে লিখতে চান, কিন্তু লেখা কাউয়ার ঠ্যাং, বকের ঠ্যাং হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৪ রাত ৮:৫৬