নিউটন একদিন এক তাল গাছের নিচে বসে আনমনে নদীর তীরের শীতল হাওয়ায় কবিতা লিখছিলেন। হঠৎ একটি তাল তার মাথার উপর পড়ল তখন
তিনি চিন্তা করলেন হঠাৎ কেন তার মাথায় তাল পড়ল? তালটি তো মাটিতে পড়তে পাড়ত। তখন তিনি আবিষ্কার করলেন ঐ তাল গাছে পেত্নি ছিল। এরপর তিনি আর কোন দিনও সেই তাল গাছের তলায় যেতেন না। কিন্তু গাছের ছায়ায় না বসলে যে সে কবিতা লিখতে পারছে না। তখন তিনি আপেল গাছ বেছে নিলেন। একদিন আবারও আপেল... তার মাথায় এসে পড়ল।
নিউটন তো ভয়ে আধ মরা হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন তাল গাছের পেত্নি আপেল গাছে কি করে?
এভাবে ভাবতে ভাবতে তার মাথা গেল খালি হয়ে যার ফলে তিনি আবিষ্কার করলেন ভূমির আর্কষণ ......মধ্যাকর্ষণ শক্তি...................
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




