আমি যাকে তাকে দেই গালি,
আমি ভালোবাসিনাকো গানের কলি।
আমি মনে যা আসে তাই বলি,
তোরা বেকুব, আবর্জনা সকলি।
তোরা জানিস তো না আমার ওজন,
তাই জোট বেধেছিস বেয়াদব ক'জন।
মোর জ্ঞান-গরিমায় শ্রদ্ধাবনত দিকচক্রবাল,
মুই কী জিনিস - বুঝিসনি আজ, বুঝবি তো কাল।
আমি উত্তেজনায় উপড়ে ফেলি চুল,
আর তোরা হেসে পাচ্ছিস না কুল?
তোরা মর, তোরা মর, তোরা মর,
আমি এখানে রাগে কেঁপে থরথর।