এটি টাংগাইলের ধনবাড়ি জমিদার বাড়ি । বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান উক্ত জমিদারীর দেখভালের দায়িত্বে আছেন। তারা এটির নাম দিয়েছেন "রয়্যাল রিসোর্ট।" এদের একটি ওয়েবসাইটও আছে ।
এই জমিদারবাড়ির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। ধারণা করা হয়, মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি ইস্পিঞ্জর খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়ীতে জমিদারি প্রতিষ্ঠা করেন। ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে অদূরেই জমিদারবাড়ি, ইচ্ছে করলে হেঁটে কিংবা রিকশায় পৌঁছাতে পারেন সেখানে।
টাংগাইলের সফরটা ছিলো ছোটখাটো । আগের দিন রাতে গিয়ে রাতটুকু থেকে পরদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছিলাম।
গিয়েছিলাম টাংগাইল ডিসি লেকে ।
কক্সবাজারে দশ/এগারোবার গিয়েছি অথচ সেখানেই ছবি তুলতে সর্বাধিক অনীহা । ঐখানকার তিন পিস ছবি । প্রথমটা ইনানী বিচ, দ্বিতীয়টা মেরিন ড্রাইভের পথে কোথাও আর তৃতীয়টা সূর্যাস্তের ।
মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকার তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আম্রকাননে শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে । ২৬শে ফেব্রুয়ারি, ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয়।
শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটকস্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পদ্মার তীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে সাত কিলোমিটার মাইল উত্তরে অবস্থিত।
কী দূর্ভাগ্য ! সেখানে পৌঁছে শুনি একটু আগেই এটি সেদিনকার মত বন্ধ হয়ে গিয়েছে । এজন্য আমাদের একজন সফরসঙ্গীর প্রকৃতির উদাত্ত আহবানে সাড়া দেয়া কিঞ্চিত দায়ী, পথে পথে থেমে চা-চু খাওয়াজনিত ঢিলেমিও কিঞ্চিত দায়ী ।
আর সেখানে গিয়ে আমি কি করলাম ! বাইরে থেকেও তো কুঠিবাড়ির সামনের দিকের ছবি তো তুলতে পারতাম ।
আরো কিছু ছবি ।
হাকালুকি হাওড়ের আশেপাশে কোথাও ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩