একদা এক নারী দুধ-কলা দিয়ে সাপ পুষেছিলো,
কী আশ্চর্য ! সেই সাপের হঠাৎ বোল ফুটেছিলো।
একদিন সে মহিলাকে ছোবল মেরেছিলো,
বিস্মিত জিজ্ঞাসা ভুলের অজুহাতে পার পেয়েছিলো।
এরপর একদা সাপটি বাজারে গিয়েছিলো,
ভরা বাজারে হঠাৎ সে শব্দ বাণ ছুঁড়েছিলো।
সদা মিশুক মহিলাকে সে ক্ষ্যাত বলেছিলো,
শুনে মহিলার হতচকিত হৃদয় ভেঙ্গেছিলো।
সেই বিদীর্ণ হৃদয় আবার জোড়া লেগেছিলো,
সাপ তাতে আবার আসন পেতেছিলো।
আর তাতে অপাত্রে ভালোবাসা পূর্ণতা পেয়েছিলো,
ফাঁকে দিয়ে গোচারণ লেখোয়াড় দুকলম লিখেছিলো।
.
Thanks to Milada Vigerova and Unsplash for allowing free downloading of the pic