চুরি ও রূপান্তর বিষয়ক জনৈক শুশীলের স্বীকারোক্তি
চুরি, চুরি, চুরি - চুরির নাম সিনাজুরি,
চুরি করতে লাগে বিশেষ কিছু কারিকুরি।
লেখা চুরি বড় মজা, ধরা অত নয়কো সোজা,
পড়লে ধরা, উটের মত বালিতে থাকে মুখটা গোজা।
থামলে ঝড় একটা সময়, কুকর্মে আবার দিলটা বোজা,
ভালো লেখা পেলে পরে, মেরে দেই সাপ্টা সোজা।
মারতে মারতে একটা সময়
মন্তব্যেও কুদৃষ্টি পড়ে যে আমার,
গেবন হল তেজপাতা সম
কারণ, লেগেছে পেছনে কিছু চামার।
শান্তিতে যে মারবো লেখা,
পাইনা ভেবে একফোঁটা স্বস্তি।
একদিন হল বিষম রূপান্তর,
উফ এ কেমন অস্বস্তি!
শরীফ থেকে শরীফা হলাম লেখা চুরির প্যাঁচালে,
দুষ্ট ব্লগার করলো যে গোমর ফাঁস।
পাঠ্যবইয়ে আমার এ গল্পটা থাকলে পরে,
হতোনা বিতর্ক আজ, উঠতোনা নাভিশ্বাস।।৷
ছবি সোর্স - freepik.com