ছুটির দিন শুক্রবার কাচপুর ব্রীজ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বড়পা নামক স্থানে পৌঁছে তারপর দু/তিন কিলোমিটার এগিয়ে বাংলার তাজমহল ও পিরামিড দেখার দূরত্ব শূন্যে নিয়ে আসলাম। পেরাব, সোনারগাঁওয়ে অবস্থিত প্রকৃত তাজমহল ও পিরামিডের প্রতিরূপ হল বাংলার তাজমহল ও পিরামিড।
জানা যায়, তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে (বাংলার তাজমহল ও পিরামিডের মালিক) প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে।
এই দুই প্রতিরূপ ঘোরার জন্য একটাই টিকেট। দাম ১৫০ টাকা। টিকেটের দুটি অংশ – দুই স্থানের জন্য। পাঁচ বছরের নীচে হলে টিকেট ফ্রি।
পিরামিডের ভেতর মমির প্রতিরূপ রয়েছে, রয়েছে বিভিন্ন জিনিসের প্রতিরূপ।
সেখান থেকে বেরিয়ে দেখলাম রঙ্গিন মাছেদের কিছু কালেকশন।
পাখিদের একটা ঘর রয়েছে যেখানে খাবার কিনে পাত্রে রাখলে পাখিরা ছুটে আসে।
বেহুলা লক্ষিন্দরের বাসর ও ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ।
পুরানো দিনের ছায়াছবি দেখানোর সরঞ্জাম।
আছে চলচ্চিত্র দেখার ব্যবস্থা।
বাংলার তাজমহলের ছবি।
এখান থেকে সোনারগাঁয়ে গিয়েছিলাম লোককারুশিল্প মেলায়। মানুষ আর মানুষ । চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরো ছবি
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪