

উপরের ছবি দুটো নওগাঁ বা জয়পুরহাটের কোন এক পার্কে তোলা। এদিক ওদিক ঘুরে বেড়ানোর সময় কিছু ফুলের ছবি তোলা হয়েছিল। সময়ের পরিক্রমায় স্ম্রৃতিতে পলল জমেছে, তাই ভুলে গেছি কোথায় কোনটা তুলেছি। তারই কিছু ছবি এখানে। মূল ছবি থেকে না নিয়ে ফেসবুক থেকে নেয়া বিধায় রেজোলিউশনের এদিক ওদিক হতে পারে।
নীচের ছবিটা শ্রীমংগলের দুসাই রিসোর্টে তোলা।

৩।

৪।

৫।

৬। গ্র্যান্ড সুলতানে তোলা

৭। মিরপুর চিড়িয়াখানায় তোলা

৮। কুয়াকাটায় তোলা

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫। শ্রীমংগলের মাধবপুর লেকে তোলা

১৬।

১৭।

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


