somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবিধ সনেট (চৌদ্দ সনেট পর্ব-৮) (TSN-22)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

নিদ্রা ভঙ্গ

সিরামিক ভাষাদিয়ে চকচকে লেখা
কবিতা নিবেন কেউ? না না তারা নিবে
সিরামিকের বাসন বাটি ও পেয়ালা
তারা ভাষণ চায়না বাসনটা চায়।
নিজেরে চালাক ভাবা নির্বোধ জাতির
পিছন পিছন চলা কে থামাতে পারে?
নেহায়েত ভদ্রবলে তারা চিরকাল
পিছনে থাকবে বলে করেছে যে পন।

পিছন চলায় দৃঢ় প্রতিজ্ঞ জাতির
পিছন চলা রুখতে পারে সাধ্য কার?
এরা তলিয়েই তবে চির জয়ী হয়।
জেগেও ঘুমিয়ে থাকা জাতিকে জাগানো
চিরকাল অসম্ভব তথাপি এ আশা
মাথাটা ফাটালে যদি নিদ্রা ভঙ্গ হয়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

রোহিঙ্গা ও মিয়ানমার

মিয়ানমার সে এক অসভ্য জাতির
দেশে আজ মানবতা আর্তনাদ করে
নির্বাক নয়নে ভাষা হারা হয়ে ফিরে
বিশ্ব দুয়ারে করতে অভিযোগ তার।
সভ্যতায় অসভ্যতা চরম আকারে
নিষ্ঠুরতা প্রদর্শনে রাক্ষসের মতো
চালায় তান্ডব সেথা মানুষের রক্ত
প্রবাহের পৈশাচিক জঘণ্য উল্লাসে।

রোহিঙ্গা নিজের দেশে অধিকার হারা
হয়ে অবশেষে প্রাণে বাঁচা দায়ে ছেড়ে
আপন নিবাস খোঁজে জীবন আশ্রয়।
অসম্মান পর দারে তথাপি উপায়
কিছুই না খুঁজে পেয়ে ছুটছে মানুষ
যদি কারো দয়া মিলে সেই প্রত্যাশায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

কবি সোনাবীজ; অথবা ধুলোবালিছাঁই এর ‘প্রবাদ পুরুষ কবিতায় মন্তব্য-

প্রবাদ পুরুষে আছে মজার ব্যাপার
শুরুহতে শেষতক পড়ে পড়ে যাই
পড়ে পড়ে অবশেষে কাাঁচ কলা খাই
আদাটা চায়ের জন্য যতনেতে রাখি।
নাই এতে কোন কিছু এমন খেপার
আদাজল খেয়ে দেখি আর জল নাই
তথাপি কাজের জন্য আদা জল চাই
অথচ সে জল নাকি খেয়ে গেছে পাখি।

নিজেই নিজের চুল বসে বসে ছিড়ি
পাগল পাগল বলে যে দেখে সে বলে
ময়নার বাপ বলে টেনে টেনে বিড়ি
একাজটা কর ভাই ছলে বলে কলে।
আমি বলি আগে ভাই আদা জল দাও
কিসে কি যে করি সেটা তারপরে চাও।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# মাত্রাঃ ৮+৬
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

রোহিঙ্গা

রোহিঙ্গা আসায় বাধা তথাপি আসছে
রোহিঙ্গা স্রোতের মতো জীবন বাঁচাতে।
রোহিঙ্গা বিতাড়নের মিয়ানমারীয়
রোহিঙ্গা নিধন বুদ্ধি সার্থক হয়েছে।
রোহিঙ্গা ভালবাসায় যুদ্ধ বাঁধানোর
রোহিঙ্গা প্রেমীর বুদ্ধি আনবে কি ফল?
রোহিঙ্গা যেথায় শত্রু ভারত-চীনের
রোহিঙ্গা মিত্রের দল যেথায় দূরের।

রোহিঙ্গা রক্ষায় যুদ্ধ কূ-বুদ্ধি গ্রহণে
রোহিঙ্গা মিত্রের জন্য অসম্ভব ঝুঁকি
রোহিঙ্গা বিপদ তাতে বাড়বে অধীক।
রোহিঙ্গা এখন থাক সয়ে অত্যাচার
রোহিঙ্গা জন্যে প্রভুর সাহায্য আশায়
রোহিঙ্গা আবেগে নয় এর বেশী কিছু।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

জুনের ‘বার্মা এক নৃশংস জাতির দেশ’ পোষ্টে মন্তব্য-

বিশ্বের চিরকালিন সেরা অমানুষ
জাতির দৃষ্টান্ত হলো মায়ানমারের
সেই বর্গি জাতি যারা আমাদের দেশে
নিষ্ঠুর দস্যু পনায় হামলা চালাত।
এখন সে অসভ্যরা নিজের দেশের
নাগরিক বিতাড়নে এমন নিষ্ঠুরতা
দেখাচ্ছে ,যা বিবেকের চরম ঘৃণার
উৎগিরনে প্রকাশে, তাদের পশুত্ব।

জুন আপনার পোষ্ট সত্যের প্রকাশে
আলোক বর্তিকা হয়ে জানোয়র জাতি
সম্পর্কে নয়া প্রজম্মে অবগত করে।
ওদের বিনাশে আজ বড় প্রয়োজন
সভ্য দুনিয়ার ঐক্য, নতুবা পশুরা
কখন কি করে সেটা বুঝা মুশকিল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

কবি সোনাবীজ; অথবা ধুলোবালিছাঁই এর
‘রানি ভানুসিংহীর ব্লগ এবং একটি ধাঁধা’ পোষ্টে মন্তব্য-

গোলক ধাঁধাঁর গল্পে কাব্য যোগের এ
দারুন কারুর সাথে কারসাজি মিলে
একাকার মানুষের মনভাব কত
মোহনায় প্রবাহিত হিসেব করিনি।
কবিতায় ডুবে ডুবে আবার ভেসেই
ভেবেছি গল্পের মাঝে এ গভীরতায়
ঠাঁই পেতে আর কত উচ্চতায় উঠে
নিজেকে কল্পনা রাজ্যে হারাব অজান্তে।

এখানে আলো আঁধারে লুকো চুরি খেলা
শেষে মেঘেরা হারিয়ে মেঘে খোঁজে রোদ্র
ঝলক জ্বালতে কোন দীপ শিখা আজ।
কিন্তু সকাল ও সাঁজে থেকে নানা কাজে
মাথাটা ঘুরালে আর ধাঁধার উত্তর
ছেড়েছুড়ে ভাবে মন তারচে চা খাই।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সাত)

কবি কি করি আজ ভেবে না পাই এর
‘সূচি তোমায় অভিবাদন প্রিয় নেত্রী’ পোষ্টে মন্তব্য-

নোবেলের ‘নো’ সূচির আর বেল সেটা
আপনার জন্য বরাদ্ধ দেখতে মনটা
আকুপাকু করছিল ভাবছি সে কথা,
বেলের শরবতটা অবশ্য শান্তির!
অজামিন যোগ্য সেই অপরাধে তার
‘নো বেল’ হতেই পরে আর আপনার
শান্তি বেল শরবত কলজে ঠান্ডার
উপলক্ষ্য হয়ে থাক সমগ্র জীবন।

কবিতার কথা আর কি বলব সেটা
আরেক দিন না হয় বলব একাকী
চুপি চুপি কানে কানে, দারুন সুন্দর।
কি করি কি করি আজ সব লজ্জা লাজে
কাচুমাচু অন্তরের আদিখ্যাতা কাঁথা
মুড়ানো দিয়ে বীরের ভেসে ছুটে চলে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

ব্লগার নির্ভিকের‘ এবার আক্রান্ত রোহিঙ্গা মুসলিমদের
নিয়ে মহান প্রভুর সাথে কথোপকথ’ পোষ্টে মন্তব্য-

প্রভু বলেছেন সে কথা মনোযোগ দিয়ে
অন্তরে গেঁথে সে মতে দেখে পরিস্থিতি
বুঝে শুনে অতঃপর ব্যবস্থা গ্রহণে
কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরী।
বর্গীর বহু পাওনা রয়েছে খাঁতায়
দেখি হিসেবের খাঁতা রোজ রোজ খুলে,
অসভ্য সে জাতি ঋণ আরো বাড়িয়েই
চলছে অসভ্যতায়, পরিশোধ নেই।

সভ্যদের ঐক্য আজ বড় প্রয়োজেন
একযোগে অসভ্যদের দমন নিমিত্তে
মানুষের কাঙ্খিত এ শান্তির নিবাসে।
নিজ নাগরিকে পর দেশে ঠেলে দিয়ে
অমার্যনীয় অন্যায় করেছে সূচির
হায়না সেনাবাহিনী ও রাখাইনরা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(নয়)

কবি ভ্রমরের ডানার‘ব্যাবচ্ছেদ - ১৬ - কিছু শব্দ প্রয়োজন...’ কবিতায় মন্তব্য-

অত্যাচারীর শিরায় ঢুকানো বিষের
বোতল, এ কবিতায় নজরুল এসে
চুম্বন দিয়ে আদরে ভরিয়ে তুলবে,
তাঁর আত্মায় হয়ত এমনি প্রত্যাশা।
কবির দরকারী সে শব্দ-কবিতারা
হয়ত এবার হচ্ছে গোঁচগাঁচ রনে
শামিল হয়ে বর্গীর মুন্ডু চটকিয়ে
অতীত পাওনা সহ শোধের নিমিত্তে।

রক্ত বিলাশীর রক্ত ঝরাতে এবার
বিশ্বকে এগুতে হবে দৃঢ় পদক্ষেপে
একসাথে কাঁধে কাধঁ মিলিয়ে সবাই।
রক্ত পিপাসুর রক্তে ওদের পিপাসা
নিবারন ব্যবস্থায় ওদের রক্তেই
ওদের দাপন করা সবার দায়িত্ব।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

কবি মৌমুমুর‘ভালোবাসি তোমাকে...’ কবিতায় মন্তব্য-

প্রেমের মাহাত্ম আমি এভাবে বুঝিনি
যে ভাবে বুঝালেন এ প্রেমের মেডাম
তাঁর কবিতার ছত্রে, যাতে মাথামোটা
ছাত্রের বোধগম্যতা লেবেল বাড়বে।
এটি আদর্শ প্রেমের অনন্য দৃষ্টান্ত
হয়ে প্রেম সাহিত্যের সমৃদ্ধি ঘটিয়ে
প্রেমকে উঠাবে এক শীর্ষ উচ্চতায়
তথাপি যদি মানুষ প্রেম কি তা’ বুঝে।

তথাপি যদি গবেট প্রেমিক না বুঝে
তাতে প্রেমর মেডাম মৌমুমুর দোষ
কিছুতেই আমি দিতে পারবনা নিজে।
সে সময়টা আমার এখন পেরিয়ে,
সেজন্য মেডামের এ তালিম আমার
হয়ত স্ত্রী’র বেলায় কার্যকর হবে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

চাঁদগাজীর‘বাংগালীদের কাছে বিশ্বের সবচেয়ে
ঘৃণিত ব্যক্তি, বার্মার আং সান সুচি’ পোষ্টে মন্তব্য-

সূচিকে করবে কেট কুচি কুচি বলে
গায়ের ঝাল ঝেড়েছে ছবি কবি ক্রোধে,
হারামজাদীকে তেমন করাই উচিত
তার কার্যক্রম দেখে সুতীব্র আক্রোসে।
চাপায়ে দিয়েছে রাক্ষসি নিজের
নাগরিক আমাদের ঘাড়ের উপর
অল্প স্বল্প গল্প নয় সাত লাখ লোক
ভাবুন মশায় তবে কি কান্ডটা হলো?

দূরাচারিনী মগের কন্যার এ বর্গীপনার
অপরাধ সীমাহীন জঘণ্যতাছাড়া
আর কিবা হতেপারে মনুষ্য বিবেকে?
ওরে ধরে জুতামালা পরায়ে হাঁটানো
থুথূ দেয়া জনে জনে বৃষ্টির মতন
এখন এটাই হলো সময়ের দাবী।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

কবি খায়রুল আহসানের নাতনির প্রবাস যাত্রায়-

সম্পর্ক এমন হয় দাদা নাতনির
মাঝে যেন সময়ের অলিগলি ভরা
ঝরা ফুলে হেঁটে চলা পথিকের চুল
দক্ষিণা বাতাসে উড়ে, এমন আনন্দ।
সেজন্য আলাদা হলে বৈশাখি ঝড়ের
কবলে পড়ে কুড়ের ঘরের চালের
খড়গুলো উড়ে গেলে গরীবের মনে
যেমন বেদনা জাগে, সেরকম লাগে।

অতঃপর আপনার বেলায় নাতনি
নামক ছোট্ট পাখির টুকিটাকি সব
আর স্মৃতি গুলো হৃদে এখন সম্বল।
কলজে ছিড়ছে তার শূণ্য অবস্থিতি
এ বয়সে অবসর যাপনের ফেরে
কিন্তু সে পাখিকে রাখা যায়নি কিছুতে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

সনেট কবি তোফায়েল আহমেদ চুচুলের‘ এক গুচ্ছ কবিত ’ পোষ্টে মন্তব্য-

সনেটগুলো মানের দিক থেকে ভালো
হয়ে ক্রমাগত আরো উন্নতির দিকে
এগিয়ে চলছে আর অর্থবহ হয়ে
হৃদি দখল করছে বলে মনে হয়।
তবে আপনাকে এর ছন্দের ব্যাখ্যায়
যোগ্যতা দেখাতে হবে, হোক তা’ নতুন
না হয় স্বীকৃতি পেতে বেগ পেতে হবে,
কারণ কবিতা ছন্দ ব্যাতীত হয়না।

যেহেতু সনেট লিখে সনেটের কবি
খেতাবেতে অভিসিক্ত হতে চান কবি
সেহেতু এ চিন্তা থাকা জরুরী একান্ত।
আমি আশাবাদী খুব, অসম্ভব নয়
এটি অন্তত এ কবি টুটুল বেলায়
ক্ষুরধার কলমের নিপূণ যাত্রায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

সোনাবীজ; অথবা ধুলোবালিছাঁই এর ‘রানি ভানুসিংহীর ব্লগ
এবং একটি ধাঁধা’ গল্পের সার সংক্ষেপ-

ফুলের শোভায় মিশে ছুটে চলে ফুলে
মনের আনা গোনার করুণ মিনতি,
জড়াও আমায় প্রিয় তোমাদের মাঝে
জমানো শিশিরে আমি হাসব অরুণে।
মনের সে আশ্রয়ের আশ্রম বানালে
ফুলদানিতে তাহলে মনেরা কোথায়
হারাবে নিজের চির চেনা অস্তিত্বের
রম্যরূপ আবেগ আর উচ্ছাস অনিন্দ?

প্রকৃতির সুন্দর্যের বিনাশ সাধনে
গৃহের শোভার হীন স্বার্থপরতায়
ভানুসিংহীর দৈন্যতা পরস্ব হরন।
যে পুস্প বৃক্ষ পত্রের শোভায়
দারুণ, চুরুনী তাকে শ্রীহীন করেছে
মালির আক্ষেপ সেথা আহত অক্ষম।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজত্ব আল্লাহ দিলে রাষ্ট্রে দ্বীন কায়েম আমাদেরকে করতে হবে কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৪ ভোর ৬:০৬



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

মুক্তির কোরাস দল

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:২৫



ঘুমিয়ে যেও না !
দরজা বন্ধ করো না -
বিশ্বাস রাখো বিপ্লবীরা ফিরে আসবেই
বন্যা ঝড় তুফান , বজ্র কণ্ঠে কোরাস করে
একদিন তারা ঠিক ফিরবে তোমার শহরে।
-
হয়তো... ...বাকিটুকু পড়ুন

বাইডেন ইহুদী চক্তান্ত থেকে বের হয়েছে, মনে হয়!

লিখেছেন সোনাগাজী, ০৮ ই মে, ২০২৪ সকাল ১০:৪৮



নেতানিয়াহু ও তার ওয়ার-ক্যাবিনেট বাইডেনকে ইরান আক্রমণের দিকে নিয়ে যাচ্ছিলো; বাইডেন সেই চক্রান্ত থেকে বের হয়েছে; ইহুদীরা ষড়যন্ত্রকারী, কিন্তু আমেরিকানরা বুদ্ধিমান। নেতানিয়াহু রাফাতে বোমা ফেলাতে, আজকে সকাল থেকে... ...বাকিটুকু পড়ুন

আজ ২৫শে বৈশাখ। ১৬৩তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমার গাওয়া কয়েকটি রবীন্দ্রসঙ্গীত শেয়ার করলাম। খুব সাধারণ মানের গায়কী

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:০৫

আপনারা জানেন, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, গলাও ভালো না, কিন্তু গান আমি খুব ভালোবাসি। গান বা সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম। এই সুরের মধ্যে ডুবতে ডুবতে একসময় নিজেই সুর... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কবি

লিখেছেন সাইদুর রহমান, ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:২৭

বৈশাখেরি পঁচিশ তারিখ
কবি তোমার জনম
দিন,
বহু বছর পার হয়েছে
আজও হৃদে, হও নি
লীন।

কবিতা আর গল্প ছড়া
পড়ি সবাই, জুড়ায়
প্রাণ,
খ্যাতি পেলে বিশ্ব জুড়ে
পেলে নভেল, পেলে
মান।

সবার ঘরেই গীতাঞ্জলী
পড়ে সবাই তৃপ্তি
পাই,
আজকে তুমি নেই জগতে
তোমার লেখায় খুঁজি
তাই।

যখন... ...বাকিটুকু পড়ুন

×