
অর্থনীতিবিদ আছে ব্লগে একজন
অর্থনিয়ে অর্থপূর্ণ ভাবনা আছে তাঁর
তাঁর পোষ্টে সেসবের আছে সমাচার
হতভাগা দেশটার উন্নতি চিন্তায়।
সরকারের শুধুই অর্থ প্রয়োজন
জনগণ দিবে যত লাগে দরকার
জীবন তাদের হোক তাতে চারখার
সরকার তা’ না রাখে সুখী মনটায়।
উন্নতি যথেষ্ট হয় ক্ষমতার মূলে
জনতার জীবনের নেই কোন গতি
তাদেরতো কেউ নেই জীবনে দু’কূলে।
সাধারণ মানুষের থাক অবগতি
মরেই তাদের হবে জীবনের মুক্তি
উচিৎ তাদের থাকা সরকারে ভক্তি।
ব্লগার অর্থনীতিবিদ
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




