
পরম অবিনশ্বর আল-বাকী থাকে
বাকী, আর সব কিছু শেষ হয়ে যায়
একদিন।অজানার পথে সকল হারায়
স্মৃতি রেখে একে একে চলে যায় সব।
জীবনের এ চলার পথ বাঁকে বাঁকে
হারিয়েছে কত জন।ধরলে মরায়
শীতল মৃত্যুর স্পর্শ কেড়ে নিয়ে যায়
সজন সকল দিয়ে শোক অনুভব।
দেখবে হৃদয় জুড়ে করে টলমল
শুধুই প্রস্থান চিন্তা।ব্যস্ততার পর
হঠাৎ সবাই দেখে জীবন অচল।
অনিশ্চয়তার মাঝে এ অষ্ট প্রহর
হতাশায় ফিরে আসে মৃত্যু বার বার
একমাত্র আল-বাকী থাকে অনিবার।
বাকীউ
বাকিউ বিলিন শেষে অবশিষ্ট থেকে
নিজেকে পৌঁছিয়ে দেন অন্য উচ্চতায়
দেখান থাকেন তিনি চির বিদ্যমান
মহা প্রলয়ের পর কেয়ামত শেষে।
বাকিউ থাকার জন্য আরশ তখন
রইবেনা বিদ্যমান তাহলে আরশে
বাদিউ আছেন জমে এ কেমন কথা?
সেথায় আছেন তিনি শুধু সেথা নন।
যে ভাবে বাকিউ আছে আরশে আবদ্ধ
সে করে কুফুরী তাঁর বাকিউ নামের
এমন ইমাম পিছে হবেনা নামাজ।
যখন বাকিউ নিজে ছিলেন একাই
সর্বত্রে তখন আর কোন জন ছিল?
বাকিউ সর্বত্রে তাই বিদ্যমান আছে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




