
স্মৃতি ভুলিনি শহীদ বুদ্ধিজীবিদের
নির্মম হত্যাকান্ডের।বেকুব আপদ
নষ্টকরেছে জাতির মেধার সম্পদ
অপরিনামদর্শী সে বিশ্বাস ঘাতক।
এখন আমরা আছি বিভক্তি বাঁধের
খাদের কিনারে কষ্টে।অনৈক্যের স্বাদ
নিয়ে আমরা অভ্যস্ত করতে বিবাদ
সেকাল থেকে একাল কি মহাপাতক!
বুদ্ধিজীবিদের রক্তে একতার শিক্ষা
হোক তবে আমাদের; আমরা মানুষ
হয়ে গ্রহণ করব নির্ভেজাল দিক্ষা।
আমাদের রক্ত হোক ঐক্যতে নির্দোষ
অমানিশা অন্ধকারে কাটুক বিভ্রান্তি
স্বজাতি সুখে শহীদ আত্মাপাবে শান্তি।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



