
হাজার সনেট লেখা এখন স্বপ্নের
ফ্রেমে আটকানো নয়।এখন বাস্তব
এ কঠিন কবিতার মহাঅসম্ভব
পর্বত শিখরে উঠে আনন্দ প্রকাশ।
স্বপ্ন পূরণ করতে অনেক যত্নের
প্রয়োজন হয়ে থাকে।তাহলে সম্ভব
হয় কামনা নিজের।নিত্য অনুভব
এখানে হারাতে নেই, কোন অবকাশ।
আমি চেয়ে অতঃপর দেখেছি কি হয়
হয়ত প্রচেষ্টা অত ছিলনা নিখুঁত
তথাপি দেখছি চেষ্টা অসফল নয়।
অবশেষে হয়েগেছি আমি অভিভূত
হাজার সনেট হয়ে আড়ালের এক
প্রত্যাশা পূরণে হলো আনন্দ অনেক।
বিঃদ্রঃ গতকাল আমার এক হাজারতম সনেট পোষ্ট করেছিলাম।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



