ওদের নাকি আল্লাহর উপর পূর্ণ আস্থা নেই,
নেই তাহলে কোনো ধর্ম বিশ্বাসও ?
লেজকাটা আদর্শবিমূখ পরগাছা সেক্যুলারদের
কিসের তবে এ চলমান রিহার্সাল ?
কেনই বা সংবিধানে ইসলাম ধর্ম স্বিকৃতির এ নাটক ?
তবে কি আমরা ভেবে নিবো
এই বিশ্বাসহীন রাষ্ট্রধর্ম কিংবা বিসমিল্লাহ
ভোটের বাক্সের জলিলীয় ট্রামকার্ড ?
বিশেষ স্বার্থ চরিতার্থেই কাল-পাত্র-ভেদে বদল হয়
ধর্ম-নিরোপেক্ষতার সংজ্ঞা ?
দেখেছি রাসূল বিরোধী বিকৃত কার্টুন-উল্লাস
মণ্ঙ্চস্থ হয়েছে চার্চে বসে কুরআন পোড়ানো মহোৎসবও
তখন হোয়াইট হাউসে বাইবেল হাতে
কোন মুখে শপথ পড়ে ঐ সেকুলারিজমের ফেরিওয়ালারা ?
তবে কি আমরা বুঝে নেবো
ধর্ম-নিরোপেক্ষতার মুখে কুলুপ এ্যঁটে ব্যস্ত তারা
বিশ্বব্যাপী মুসলীম নিধন কর্মশালায় ?
আজ পহারে পহারে আসে ওপার হতে
দীক্ষানিয়ে উদিয়মান গুরুমশায়রা
স্বগোত্রীয় সংখালঘুর হালে নসিহতের ঝড় তুলে।
অথচ গুজরাটিদের রক্তলাশে রঞ্জিত ওপারের জনপদ
কাশ্মিরীদের রক্তের নদিতে নেঙটি খুলে নির্লজ্জ
সাতার কাটে ঐ হলুমানের উত্তরসূরী মৌলোবাদীরা
তবে কি আমরা ধরে নেবো
ধর্ম-নিরোপেক্ষতার চোরাগোলিতে মাজলুম মানবতাকে
করা হচ্ছে প্রতিনিয়ত প্রতারনা আর উপহাস ?
মোশাররাফ.
০১/০৭/১১
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




