মা মাটির এ দেশটা নাকি,
আওয়ামীলীগের বাপদাদার ?
আর কতো দাবী শুনবো !
বুকে হাজার প্রোশ্ন রেখে
কি করে সব মানবো ? । ।
বাপের কুটুম্ব মাসী সাজেদা এসো
ডাকো ওপারের যত মশায় মেসো
চল্লিশ বছরের আমল নিয়ে বসো
সময়োচিত শেষ হিসেবটা কসো । ।
নিজের বাপের জমিদারী
নিজের এই ঘর সংসার
কিসের তবে করো রাজনীতি
কেনই বা দেশে সরকার ? । ।
ভোটের জন্য সীটের জন্য
জনগণের ক্যান্ পাঁ ধরো ?
সিথীর সিঁদুর তিলোক ঢাক্তে
তসবীহ পট্টি ক্যান্ পরো ? । ।
অস্ত্র হাতে যুদ্ধ করে
ডাক দিলে যে স্বাধীনতার,
বছর তিনেক যেতে না যেতেই
ক্ষুধা দুর্ভিক্ষ্য ক্যান্ হাহাকার ? । ।
যুদ্ধ তোমার স্বাধীনতাটাও
দেশ একাত্তর অমর একুশ
চুরি তাবেদারী খুন দু্র্নীতি
এসব তাহলে কোন্ সেকুশ ?
মোশাররাফ
০১.১২.১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



