35 বছর কম সময় নয়, এতোটা সময় গেলেও রাজাকার দের বিচার হওয়াতো দুরে থাক, তাদের বিরুদ্ধে কোনো মামলাই হয়নি। দোষটা কাদের? আমরা কি আসলেই দেশ প্রেমিক সচেতন নাগরিক!!!
এখন যদি পাকিস্থান আবার আমাদেরকে আক্রমন কোরে আমরা কি যুদ্ধ করবো? মনে হয় করবনা । আমরা রাজাকার হবো । কারন রাজাকার রা এদেশে শুধুযে সবাধিন ভাবে আছে তাই ই না তারা ভোটে অংশ গ্রহন করলে ভোটও পায়। তাদের কে কে ভোট দেয়? আমরাই দেই!!! আমাদের দেশের মানুষের সাথে কথা বললেই বোঝা যায় সে কাকে ভোট দিবে । আমরা কি কখনো কাউ েক বলেছি যাকে ইচ্ছা ভোট দাও শুধু রাজাকারকে না। বলিনি আমরা। কেন বলিনি?কারন বলার মতো সাহস আমাদের নেই। আমরা ভয় পাই। মনে করি কি হবে বলে যার টা েসই বুঝুক। তাকে বলি আর সে এসে আমাকে মেরে যাক যেমন মেরেছিলো 71 সালে। আমাদের এমন মনভাবই প্রমান করে আমরা রাজাকার কে সমর্থন করি। সমর্থন করা আর রাজাকার হওয়া আমার কাছে একই। রাজনিতি নিয়ে আমরা এখন হাসাহাসি করি। আমারা এটা করি কারন আমরা রাজনিতির ব্যাপারে সচেতন না। আমাদের দেশ নিয়ে আমরা সচেতন না, আমাদের রাজনিতি নিয়ে আমরা সচেতন না।
71 সালের নির্যাতিত নারিদের (যাদেরকে আমরা বলি আমাদের মা বোন !!!!! ) কথা কি আমরা মনে রাখি সবসময়? রাখি না । আমাদের কোন দুংখ বোধ থাকবেও না তত দিন যতোদিন একই ব্যাপার টা আমাদের মা বোনের সাথে না হচ্ছে । পরতে পরতেই চিন্তা করুন রাজাকার গোলাম আযোম আপনার মা কে সেই রকম নির্যাতন করছে যে রকম করেছিল 71 সালে। আপনি কি অসুস্থ বোধ করছেন ? শুনতে খারাপ লাগে কিন্তু আমাদের যা মনোভাব তাতে এটা হতেই পারে। যুদ্ধের সময় রাজাকার বেরিয়ে আসে । 71 সালে যুদ্ধের সময়ও এসেছে । কিন্তু আমাদের দেশে তারা 35 বছর ধরেই আছে আমরা কিছু করিনি,করবওনা।
শুনেছি আমাদের প্রক্তন প্রধান মন্ত্রি ও এক জন নির্যাতিত নারি (যদিও কখনোই সেঁনিজেকে মুক্তি যোদ্ধা হিসেবে দাবি করেননি !!!) সেঁ কি জানে এই নির্যাতনের পিছনে রাজাকার গোলাম আযম বা রাজাকার নিজামির হাত ছিলো কি না ? আমি জানি না । আমার মতোই আসোলে কেউ ই জানেনা । আমরা এটা কোনোদিন জানবোও না ।
কারন,আমরা সবাই ই জানি কেন এই ব্যাপার টার তদন্ত হবেনা ।
আমি শুধু এই বলে শেষ করতে চাই
এর শেষ আমরা কবে দেখব অথবা দেখব কিনা???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


