আমার ফেসবুক এ লিখা স্ট্যাটাস গুলোর ক একটা আপনাদের সাথে শেয়ার করলাম । যদি ও খুব একটা বাংলা টাইপ করতে পারি না। আজ কেন জানি লিখতে ইচ্ছে হল। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।
১. যদি থেমে যায় কভু এই নিস্বাস,
হারিয়ে যাই তোর কাছ থেকে,
জ়েনে রাখিস আমি থাকব,
নীল আকাশের মাঝে ধ্রবো তারা হয়ে,,,,,,
২. রাতের অন্ধকার কেটে যায়
ভোর আসে আমার দুচোখে ঘুম নেই
দুচোখ জুড়ে তোর স্বপ্ন ভাসে ,
৩, আমার আকাশে মেঘ জমে তোমার অপেক্ষায়
তুমি এলে বৃষ্ঠি নামে অঝর ধারায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




