ক্যাকটাস
তৃতীয় রঙের প্রথম স্তরটাও মসৃন নয়
শরীরে সবুজের প্রতারনা আর বিস্তৃতি কণ্টক জালের
বাহিরের সৌন্দর্য শুধুই সৌন্দর্য
আর স্পর্শে আঘাত
আমার সবুজ ক্যাকটাস।
বর্ধিত অঙ্গে ক্যাপিটাল লেটারে পেঁচিয়ে
অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা
প্রতারক ক্যাকটাস, তোমার মতই।
তবুও অদ্ভুত কাঁটায় আমার ভালোলাগা
আমার সবুজ ক্যাকটাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



