গেমটি খেলার জন্য যেটা লাগে সেটা হচ্ছে, প্রচন্ড ক্ষিপ্র গতিতে মাথা খেলানো। ৯টি দেশ এবং প্রত্যেকটি দেশের আলাদা আলাদা টেকনোলজি নিয়ে তৈরি করা গেমটি। দরকার এই ৯টি দেশের প্রত্যেকটি টেকনোলজির প্রত্যেকটা ব্যাবহার সম্বন্ধে ভালো ধারনা। একটু বেশি দেরি করে ফেললেই আপনি হবেন কারো আক্রমনের শিকার। খেলা যায় একা একটি দেশের বা একাধিক দেশের বিপক্ষে, পারেন একাধিক দেশ মিলে বাকিদের বিরুদ্ধে। আছে বিভিন্ন মোড। ইজি মোড, মিডিয়াম মোড এবং হার্ড মোড। গেমটির গ্রাফিক্স মোটামুটি মানের, আবার খুব বেশি ভালোও নয়।
সিস্টেম রিকোয়ারমেন্ট লাগবে কমপক্ষে :
অপারেটিং সিস্টেম : PII 266 or equivalent কিন্তু PII 450 or equivalent হলে বেশি ভালো হয়।
র্যাম : 64 MB কিন্তু 128 MB হলে ভালো হয়।
ভিডিও মেমোরি : 2 MB
হার্ড ডিস্ক স্পেস : 200 MB
গ্রাফিক্স কার্ড : দরকার নাই
টরেন্ট থেকে ডাউনলোড করতে পারেন। সুন্দর একটা প্লাগিন্স নামায় নিতে পারেন গেমস্পট সাইট থেকে।
তো হয়ে গেলো Command &Conquer - Red Alert 2 Plus Yuri's Revenge Apocalypse

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




