১) মাত্র সাড়ে ৪ কিলোমিটার রাস্তা যেটা কিনা এখনো ইট দিচ্ছে সেটাতে ৩৬ টা আলাদা আলাদা বিট,
লেজ নাই কুত্তার, নাম তার বাঘা, পুরা রাস্তাই তো অটো বিট।
২) কয়েকদিন আগে আমাদের মাননীয় নেত্রী গিয়েছিলেন ওইখানে, আর তাই বিগত ৪ বছর যে রাস্তা দিয়ে মানুষ নামক প্রানীগুলোকের পশুর মত করে চলাফেরা করতে হতো সেটা মাত্র ১ মাসেই ঠিক।
ইসশ, আমাদের উনি যদি আর কিছু করুক আর নাই করুক সব জেলা গুলোতে যদি নিয়মিত একটু ভিজিট দিতেন তাইলে আর যাই হোক আবুলের চাকরি তা যেত না। আহারে...
৩) কুয়াকাটার আশেপাশের এলাকা আমেরিকার কাছে লিজ দিয়ে দিয়েছে সরকার, তাই দেখলাম বসুধা আইল্যান্ড এর ব্যাপক বিজ্ঞাপন।
৪) কুয়াকাটাতে যত দর্শনার্থী যায় তাদের ৭৫% ই মনে হয়, আবুল আর মফিজ বাহিনীর সদস্য।
একদিকে নিচে কাপড় নাই, সন্ধার পরেও চোখের থেকে সানগ্লাস নামে না।
৫) অনেক দিন পরে কুয়াকাটায় অনেক অনেক বড় বড় ঢেউ দেখলাম।
৬) নদীর পানি এত স্বচ্ছ আর স্থির দেখে মনে হচ্ছিল নদী না যেন লেক।
৭) ৫ টাকা ১০ টাকার জন্যেও আছে বড় বড় সিন্ডিকেট।
৮) নেত্রী এসে ভাষনে বলে গেছেন আমাদের দলের কেউ কোন রকম চাদাবাজি, সন্ত্রাসী করে না, আর সামনে থেকে পাতি চাদাবাজ তখন এ বলে ফেললেন, আমি কি দাড়ায়ে বলবো যে, আমি চাদাবাজি করি?
৯) নিজের জমিতে ঘর বানাবে, এজন্য সরকারের চাদাবাজ বাহিনীকে দিতে হচ্ছে ১ লাখ করে টাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


