মনটা সবসময় পবিত্র থাকবে আজীবন, এমনটাই ছিল আমার ছোট বেলার স্বপ্ন। পবিত্র বলতে আমি বুঝাচ্ছি যে, মনটা দিবো না কাউকে ইহা শুধুমাত্রই একজনের জন্য।
কত যে স্বপ্ন দেখতাম আসন্ন সেই মানুষটাকে নিয়ে, কিভাবে থাকবো, কিভাবে ঘুরবো, কিভাবে মজা করবো, মজা করার ধরণগুলো কেমন হবে, এমনকি কিভাবে কথা বলার অভিব্যক্তিগুলো থাকবে, কিভাবে চোখের দিকে তাকিয়েই অনেক কিছু বুঝে ফেলবো, কিভাবে তাকে ঘিরে ক্যারিয়ার গড়ে উঠবে আমার, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু।
কিন্তু সময়ের সাথে সাথে আর বাস্তব জীবনে এসে নিজের হাতে গড়া সেই সব স্বপ্নগুলোকে যখন নিজের হাতে খুন করে কবর দিচ্ছি তখন খালি হতাশাই নিজের ভিতর।
আজকে মনে হয় কার জন্য আমি অপেক্ষা করি, যার জন্য করি তাকে যেভাবে ভাবি, সে তেমন হবে না সেটাই স্বাভাবিক। এবং ঠিক তেমন মানুষ আমি কখনই পাবো না। তাহলে কেন আমি খামাখা এত স্বপ্ন দেখলাম।
আজকে তাই আমি বেচে থাকি প্রতিদিন এর জন্য। ঘুম থেকে উঠে ভাবি আজকের দিন টা কিভাবে সবচেয়ে ভালো ভাবে কাটানো যাবে। সব ধরনের মানুষের সাথে সব ধরনের মজা আজকে করি। আর এই মজা করতে করতে হয়তো অনেক মানুষই চলে আসে মনের ভিতরে। আমিও হয়তো ঢুকে যাচ্ছি অন্য কারো মনে।
আমি জানি আমার সত্তার ভিতরের মানুষটা এমনটা কখনও ছিল না। আমি অনুভব করতে পারি আমার ভিতরের মনটা আগে যেমন পবিত্র ছিল আজকে আর সেটা আগের মত নাই। আমি আজকে আর নির্দিষ্ট কাউকে ভাবতে পারি না। মনে হয় কপালে যা আছে তা তো থাকবেই। আর অবশ্যই কপালে খুব ভালো কিছু নাই। কারণ যেমনটা কল্পনায় আসে বাস্তবে তা কখনই হয় না।
আজকে আমি অনেক বেশি ছন্ন ছাড়া, আজকে আমি অনেক বেশি খাপছাড়া। প্রতিনিয়ত খালি নিজেকে দোষ দেই, প্রতিনিয়ত খালি নিজেকেই গালি দেই।
নিজেকে বারবার প্রশ্ন করি আমি কি ঠিক করছি? না করলে কোনটা ঠিক আমার জন্য?
পরামর্শ আশা করছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


