ছাত্রলীগ যাই করুক কখনো ওটা নিয়ে মাথা ঘামাই নাই। ভেবেছি যা করে করুক, কিন্তু আজ যখন ছাত্রলীগের তান্ডব আমার বাবার উপরে আমি কিভাবে চুপ থাকি। আমি জানি আমার কিছুই করার নাই, আমার কোনোই ক্ষমতা নাই, স্বয়ং সরকার যেখানে পৃষ্ঠপোষক আমার সেখানে কিই বা বলার আছে।
তাই সবাইকেই বলছি প্লিজ, দোয়া করেন আমার বাবার যেন কিছু না হয়। এর আগেও ৯৬ এর লীগ সরকারের সময় এমন ঘটনার সম্মুখীন হইছে এবং হয়তো সততার কারণেই সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছিল।
আমার বিশ্বাস আছে এবারো ইনশাল্লাহ তার কিছুই হবে না। আমি জানি আমার বাবার জন্যই আজ আমার রক্তও সততা দিয়ে গড়া এবং অবশ্যই অবশ্যই সততার জয় হবেই হবে।
আমার বাবা চাকরি সুত্রে একটি পলিটেকনিকের অধ্যক্ষ। সকালে ফোন করেছিলাম, বললো নাহ তেমন কিছুই হয় নাই। তুমি টেনশন করো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


