বুঝিনা এমন কঠিন লাগে কেন জীবনটা। আসলেই তো কঠিন, তাই এমন লাগা তো অবাস্তব কিছুই না। জীবনটা যার জন্য ছুটছিল সেটি ঠিক না থাকলে এমনই তো লাগবে।
জীবনের না পাওয়ার হিসেবটা বাদ দিয়ে পাওয়ার হিসেবটাই নাকি করতে হয় বেশি বেশি। কিন্তু নিরাশা আর হতাশা এতটাই ঘিরে ধরেছে আমাকে যে খালি না পাওয়াগুলোই যেন চোখের সামনে জ্বলজ্বল করছে।
আম্মু ফোন দিয়ে অভিশাপ দিয়ে দিলো। আদরের বউ টা সেও অভিশাপ দিয়ে দিলো, যেখানে কাজ করি ফিরোজ ভাইয়া সেও কতদিন ধরে জঘন্য ব্যবহার করে আসছে। আমার সেই গুন গুলো নেই যা মানুষের মনে আমার জন্য দোয়া সৃষ্টি করবে, তাই তারা শুধু গালি আর অভিশাপ দেয়।
কিছু মানুষকে আমি ছেড়েছি, কিছু মানুষকে ছাড়তে হয়েছে, কিছু মানুষ আমাকে ছেড়েছে। সব মিলিয়ে এখন আমি সম্পূর্ন একা।
বউ এর সাথে সম্পর্কটা আমাকে প্রতিনিয়ত এতটাই Change করছে যে আমি আর আমি নাই, পরিবর্তন হতে হতে নিজের কোন তালই খুজে পাচ্ছি না আর।
এমন একটা জায়গায় ছিলাম আমি, কিছু গুন রপ্ত করলাম সবে, কিছু করছি, কিছু করবো বলে ভাবছিলাম। সবগুলোই উল্টোপাল্টা হয়ে গেলো, সবই হারিয়ে ফেললাম আমি চীরতরে। একদম বেগুন আমি।
তাই তো সবাই ছুড়ে মারছে। জানি আমি কোথায় যাচ্ছি, সত্যি জানি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


